নকিয়া স্মার্টফোন কিনতে বিকাশ গ্রাহকদের ঋণ দেবে সিটি ব্যাংক

বিকাশ ও সিটি ব্যাংক

নকিয়া স্মার্টফোন কিনতে বিকাশের গ্রাহকদের ঋণ দেবে সিটি ব্যাংক। বিকাশ পে লেটার সেবা ব্যবহার করে গ্রাহকেরা ফোন কিনতে পারবেন।

এ জন্য সম্প্রতি সিটি ব্যাংক ও সেলেক্সট্রা লিমিটেডের মধ্যে এ–সংক্রান্ত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশজুড়ে গ্রাহকদের জন্য স্মার্টফোন আরও সহজলভ্য করার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

বাংলাদেশে নকিয়া ও এইচএমডি মোবাইলের উৎপাদক ও পরিবেশক হলো সেলেক্সট্রা লিমিটেড। প্রায় ৪০ লাখ গ্রাহক এই সুবিধা পাবেন।

এই পার্টনারশিপের ফলে গ্রাহকেরা এখন ‘বিকাশ পে লেটার’ সেবা ব্যবহার করে সহজ কিস্তিতে নিজেদের পছন্দের নকিয়া স্মার্টফোন কিনতে পারবেন। এ ক্ষেত্রে অর্থায়ন করবে সিটি ব্যাংক।

বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ বলেন, ‘বিকাশ আর্থিক সেবাকে আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিকাশ পে লেটার সেবার মাধ্যমে গ্রাহকেরা এখন মানসম্পন্ন স্মার্টফোন ব্যবহারের সুযোগ পাবেন, যা ডিজিটাল সিস্টেমের সঙ্গে তাদের সংযোগ আরও দৃঢ় করবে। সিটি ব্যাংক ও সেলেক্সট্রা লিমিটেডের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে আমরা ডিজিটাল বিভাজন দূর করে লাখ লাখ বাংলাদেশিদের ক্ষমতায়নের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম।’

সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার বলেন, বিকাশ পে লেটারের মাধ্যমে স্মার্টফোনকে গ্রাহকের কাছে আরও সহজলভ্য করা হলো।

সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম বলেন, বিকাশ পে লেটার ও সিটি ব্যাংকের অর্থায়নের মাধ্যমে গ্রাহকেরা আরও বেশি কার্যকর থাকতে প্রয়োজনীয় মুঠোফোনের মালিক হতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এইএমডি গ্লোবালের কান্ট্রি ডিরেক্টর কাজী আল আমিন প্রমুখ।