বিপণিবিতান বন্ধ, বিক্রি চলবে অনলাইনে
করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে এক সপ্তাহের জন্য নেওয়া লকডাউন কর্মসূচির আওতায় সব বিপণিবিতান বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে অনলাইনের মাধ্যমে কেনাবেচা চলবে।
গতকাল শনিবার করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। আগামীকাল সোমবার থেকে লকডাউন কার্যকর হবে। কাজ ও চলাচলের ওপর নির্দেশনা জারি করে আজ রোববার প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সব বিপণিবিতান ও দোকান বন্ধ থাকবে। তবে দোকানগুলো পাইকারি ও খুচরা পণ্য অনলাইনে ক্রয়–বিক্রয় করতে পারবে। সব অবস্থায় কর্মচারীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল আটটা থেকে বিকেল চারটার মধ্যে উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়–বিক্রয় করতে হবে। বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।
এর আগে করোনার সংক্রমণ প্রতিরোধে গত বছরের ২৬ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে ৩১ মে ওই সাধারণ ছুটি উঠিয়ে নেওয়া হয়।