তিন মাসে রবির আয় ২ হাজার ১৮ কোটি টাকা

রবির লোগা

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) ২ হাজার ১৮ কোটি ৯ লাখ টাকা আয় করেছে টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। এই আয় কোম্পানিটির গত বছরের একই প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেশি। ২০২২ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

আজ মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয় বলে রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। এতে বলা হয়, গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে তাদের গ্রাহকসংখ্যা, ডেটা ব্যবহারকারী ও আয়—তিন সূচকই বেড়েছে। তবে গত বছরের শেষ প্রান্তিকের (অক্টোবর–ডিসেম্বর) তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে তাদের আয় ১ দশমিক ৩ শতাংশ আয় কমেছে।

রবি জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে সরকারকে ৯৫৭ কোটি ৯ লাখ টাকা রাজস্ব জমা দিয়েছে তারা। এ ছাড়া ৩৯ কোটি ৮ লাখ টাকা কর–পরবর্তী মুনাফা (পিএটি) নিয়ে চলতি বছরের প্রথম প্রান্তিক শেষ করেছে প্রতিষ্ঠানটি। এ সময়ে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল দশমিক শূন্য ৮ টাকা।

গত বছরের শেষ তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে রবির গ্রাহকসংখ্যা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৫ কোটি ৪১ লাখ হয়েছে। আর গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরে একই সময়ে গ্রাহক বেড়েছে ৪ দশমিক ১ শতাংশ।

মোট গ্রাহকের পাশাপাশি বেড়েছে রবির ডেটা গ্রাহকের সংখ্যাও। ২০২১ সালের শেষ তিন মাসের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে রবির ডেটা গ্রাহক দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ৩ কোটি ৯৭ লাখ। আর গত বছরের একই প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) তুলনায় এ বছর ডেটা গ্রাহক বেড়েছে ৮ দশমিক ৩ শতাংশ। আর চলতি বছরের প্রথম তিন মাস শেষে রবির ফোরজি গ্রাহকসংখ্যা পৌঁছেছে ২ কোটি ৪৮ লাখে।

রবি জানায়, গত বছরের তুলনায় এ বছর গ্রাহকদের ডেটা ব্যবহারের পরিমাণ ৩৭ শতাংশ বেড়েছে। সর্বশেষ তিন মাসের হিসাবে মোবাইল অপারেটরটির মোট গ্রাহকের ৭৩ দশমিক ৪ শতাংশ ছিল ইন্টারনেট ব্যবহারকারী। আর মোট গ্রাহকের প্রায় ৪৬ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে এ খাতে সর্বোচ্চ অবস্থানে থাকার দাবি করেছে কোম্পানিটি।

এদিকে গত বছরের একই প্রান্তিকের (জানুয়ারি–মার্চ) তুলনায় ভয়েস সেবায় রবির আয় ৮ শতাংশের বেশি বেড়েছে। তবে ২০২১ সালের সর্বশেষ প্রান্তিকের (অক্টোবর–ডিসেম্বর) তুলনায় এই খাতে আয় কমেছে ১ দশমিক ৬ শতাংশ।

আর্থিক প্রতিবেদন নিয়ে রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী (সিইও) এম রিয়াজ রশীদ বলেন, ‘আমরা আর্থিক অগ্রগতি নিয়ে সন্তুষ্ট। তবে বর্তমান করব্যবস্থা, বিশেষ করে ২ শতাংশ করপোরেট করের প্রভাবে আমাদের প্রবৃদ্ধি কম হয়েছে।’ এ জন্য আগামী অর্থবছরের বাজেটে টেলিযোগাযোগ খাতের জন্য একটি যৌক্তিক কর কাঠামো প্রণয়নের দাবি জানান তিনি।