পরপর তিনটি নির্বাচন চরম ত্রুটিপূর্ণ হয়েছে: সেলিম রায়হান

সেলিম রায়হান

দেশে পরপর তিনটি নির্বাচন চরম ত্রুটিপূর্ণ হয়েছে। এর মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতির খাতগুলো ধ্বংস করা হয়েছে। এই পরিস্থিতির উত্তরণে সংস্কার জরুরি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের (সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং) নির্বাহী পরিচালক সেলিম রায়হান।

আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলনকক্ষে শ্বেতপত্র কমিটির সংবাদ সম্মেলনে সেলিম রায়হান এ কথাগুলো বলেন। সংবাদ সম্মেলনে কমিটির সব সদস্য সংক্ষেপে তাঁদের প্রতিক্রিয়া জানান।

সেলিম রায়হান বলেন, ‘পরপর তিনটি নির্বাচন চরম ত্রুটিপূর্ণ হয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনৈতিক খাতগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অবাধ নির্বাচন দরকার। তবে তার আগে আর্থিক ও অন্যান্য খাতে যে ক্ষতি হয়েছে, তার সংস্কার জরুরি। আমরা চাই না, পুরোনো দুর্নীতিবাজেরা কোনোভাবে পুনর্বাসিত হোক, সে জন্য আগে সংস্কার জরুরি।’

আওয়ামী লীগ আমলের দুর্নীতি গবেষণার বিষয় বলে মন্তব্য করেন সেলিম রায়হান। তিনি বলেন, ‘দুর্নীতি সব দেশেই হতে পারে। কিন্তু আমাদের প্রতিবেদনে (শ্বেতপত্র) তথ্য-উপাত্তের মাধ্যমে দুর্নীতির ব্যাপকতা তুলে ধরা হয়েছে। অতীতে যে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে, দুর্নীতির সঙ্গে যে বিপুল মানুষের সম্পৃক্ততা ও ধরন, এটা বাংলাদেশে বড় ধরনের গবেষণার ক্ষেত্র তৈরি করেছে।’

অতীতে সংস্কারের উদ্যোগ নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে সেলিম রায়হান বলেন, ‘আমরা মনে করি, যাঁরা নানাভাবে গোষ্ঠীবদ্ধ হয়ে সংস্কারের বিরোধিতা করেছেন, তাঁরা এখনো আছেন। তবে সামনের দিনে যদি আমরা অর্থনীতি পুনরুদ্ধারের কথা চিন্তা করি এবং ব্যক্তি খাতে বিনিয়োগ পরিস্থিতির বড় ধরনের উন্নতি আশা করি, তাহলে গুরুত্বপূর্ণ খাতগুলো সংস্কার করতে হবে।’