মোবাইল ইন্টারনেট বন্ধে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম ব্যাহত
ইন্টারনেট সেবা বন্ধ থাকায় চার-পাঁচ দিন ধরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ ছিল। এরপর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও সংস্থাটির তালিকাভুক্ত বেশির ভাগ ডিলার বা সরবরাহকারী পণ্য বিক্রি শুরু করতে পারেননি।
দেশের এক কোটি পরিবারের মধ্যে টিসিবি থেকে প্রতি মাসে ভর্তুকি মূল্যে চাল, ডাল, ভোজ্যতেলসহ কয়েকটি নিত্যপণ্য সরবরাহ করা হয়। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে পরিবেশকেরা পুরো কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু ইন্টারনেট না থাকায় অ্যাপে কোনো কাজ হচ্ছে না।
টিসিবির পণ্য বিক্রেতারা জানান, বিক্রেতাদের অধিকাংশই মোবাইল ডেটা ব্যবহার করে এ কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু বর্তমানে দ্রুতগতির (ফোরজি) ইন্টারনেট বন্ধ থাকায় তাঁরা কোনো কার্যক্রম চালাতে পারছেন না।
এদিকে টিসিবির কর্মকর্তারা জানান, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় অনুমোদিত প্রায় ১ হাজার ৩০০ টিসিবির পণ্য বিক্রেতা রয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব বিক্রেতা অ্যাপের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করে থাকেন। ইন্টারনেট বন্ধ থাকায় গত কয়েক দিন তাঁদের পণ্য বিক্রি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। গতকাল বুধবার থেকে ইন্টারনেট চালু হলেও উত্তর সিটি করপোরেশনের বেশির ভাগ বিক্রেতা পণ্য বিক্রি শুরু করতে পারেননি। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রয়েছে ছয় শতাধিক অনুমোদিত বিক্রেতা। বর্তমানে তাঁদের বেশির ভাগই সনাতন পদ্ধতিতে পণ্য বিক্রি শুরু করেছেন।
এ বিষয়ে টিসিবির জনসংযোগ কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন বন্ধের পর আমরা গতকাল থেকে পণ্য বিক্রি কার্যক্রম চালু করেছি। তবে কিছু কিছু জায়গায় পণ্য বিতরণে সমস্যা হচ্ছে। যেখানে অ্যাপভিত্তিক সেবা রয়েছে, সেখানেই এই সমস্যা হচ্ছে। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম ঠিক রাখতে আগামীকাল শুক্রবার ও আগামী শনিবার আমাদের অফিস চালু থাকবে।’
এদিকে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পর অনেক ডিলার বা বিক্রেতা মোবাইল ডেটার পরিবর্তে ব্রডব্যান্ড সংযোগ নেওয়ার উদ্যোগ নিয়েছেন। এমনই একজন টিসিবির লালমাটিয়া এলাকার ডিলার রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘তাঁর দোকান থেকে অ্যাপের মাধ্যমে পণ্য বিতরণ করা হয়। এ জন্য তিনি মোবাইল ডেটা ব্যবহার করেন। কিন্তু ইন্টারনেট না থাকায় গত বৃহস্পতিবার বিকেল থেকে পাঁচ দিন তিনি কোনো পণ্য বিক্রি করতে পারেননি। গতকাল স্বল্প পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হওয়ায় নতুন করে এই সংযোগ নিয়েছি। এরপর আজ বৃহস্পতিবার থেকে পণ্য বিক্রি করতে পারছি।’