অর্থনৈতিক অঞ্চলে মূলধনি যন্ত্রাংশ আমাদানিতে শুল্ক বসছে
অর্থনৈতিক অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠানের মূলধনি যন্ত্রাংশ ও নির্মাণসামগ্রী আমদানিতে যে শুল্ক অব্যাহতি–সুবিধা ছিল, তা প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ কথা বলেন ।
অর্থনৈতিক অঞ্চলে মূলধনি যন্ত্রাংশ ও নির্মাণসামগ্রী আমদানিতে এখন কোনো শুল্ক নেই। এই রেয়াতি সুবিধা প্রত্যাহার করে ১ শতাংশ হারে শুল্ক বসানো হচ্ছে।
সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারি পর্যায়ে শুল্ক অব্যাহতি ভোগ করার সংস্কৃতি থেকে বের হয়ে আসার লক্ষ্যে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠান কর্তৃক মূলধনি যন্ত্রাংশ ও নির্মাণসামগ্রী আমদানিতে রেয়াতি সুবিধা ১ শতাংশ নির্ধারণের সুপারিশ করেন।
বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য ডেভেলপার কোম্পানি যেসব পণ্য আমদানি করবে, সেখানেও ১ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত বিনিয়োগকারী প্রতিষ্ঠান যানবাহন বা গাড়ি আমদানির ক্ষেত্রে বর্তমানে সব ধরনের শুল্ককর অব্যাহতি সুবিধা পায়। প্রস্তাবিত বাজেটে এই সুবিধা কমানো হয়েছে। নতুন প্রস্তাবে এসব প্রতিষ্ঠানের যানবাহন আমদানিতে শুধু আমদানি শুল্ক অব্যাহতি দিয়ে আমদানি পর্যায়ের অন্যান্য সব শুল্ককর (যেমন ভ্যাট, সম্পূরক শুল্ক, রেগুলেটরি শুল্ক) আরোপের সুপারিশ করা হয়েছে।