শুল্ক বাড়বে ক্লিংকার আমদানিতে, উৎপাদন খরচ বাড়বে সিমেন্টের
সিমেন্ট উৎপাদনের মধ্যবর্তী কাঁচামাল ক্লিংকারের আমদানি পর্যায়ে শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল। বাড়তি এ শুল্ক কার্যকর হলে তাতে সিমেন্টের উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে বলে জানিয়েছেন এ শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তারা। তাঁরা বলছেন, এতে সিমেন্টের দামও বেড়ে যেতে পারে।
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী সিমেন্টের ক্লিংকার নামীয় পণ্যের বিদ্যমান শুল্ক টনপ্রতি ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার প্রস্তাব দিয়েছেন। এ ছাড়া বাণিজ্যিক আমদানিকারকদের জন্য শুল্ক প্রতি মেট্রিক টনে সাড়ে ৭০০ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৯০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তব্যে বলেন, বর্তমানে সিমেন্ট উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ। তাই আমদানি শুল্ক যৌক্তিকীকরণ ও রাজস্ব বৃদ্ধির স্বার্থে সিমেন্ট ক্লিংকার নামীয় পণ্যটির বিদ্যমান স্পেসিফিক রেট অব ডিউটি বাড়ানোর প্রস্তাব দেওয়া যেতে পারে।
সিমেন্টশিল্পমালিকদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) সভাপতি আলমগীর কবির বলেন, বাজেটে ক্লিংকার আমদানির শুল্ক বাড়ানোর প্রস্তাব কার্যকর হলে তাতে সিমেন্টের উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। তাতে শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি দামও বেড়ে যেতে পারে।