ভ্যাট বাড়িয়ে আইএমএফের শর্ত কতটা পূরণ হলো, জানতে চায় অর্থ বিভাগ
ভ্যাট বাড়ানোর ফলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত কতটা পূরণ হলো, তা জানতে চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ১৫ জানুয়ারি অর্থ বিভাগ থেকে এ–সংক্রান্ত চিঠি এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানকে পাঠানো হয়েছে।
এনবিআর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে জারি করা অধ্যাদেশগুলোর মাধ্যমে আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদন পাঠানোর অনুরোধ করা হলো। এ ছাড়া জারি করা অধ্যাদেশগুলোর সত্যায়িত অনুলিপিও পাঠাতে বলেছে অর্থ বিভাগ।
অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগের উপসচিব কে এম আলমগীর কবীরের স্বাক্ষরে এই চিঠি পাঠানো হয়। আইএমএফের শর্তপূরণে চলতি ২০২৪–২৫ অর্থবছরের মাঝপথে হঠাৎ করে ৯ জানুয়ারি অধ্যাদেশ জারির মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট, সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বাড়ানো হয়। এই তালিকায় ছিল মুঠোফোন সেবা, ইন্টারনেট, পোশাক, রেস্তোরাঁ বিল, মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিংকস, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেট ইত্যাদির মতো নিত্যপণ্য ও সেবা। যদিও মুঠোফোন সেবা, ইন্টারনেট, পোশাক, রেস্তোরাঁসহ কয়েকটি পণ্য ও সেবার ওপর থেকে বর্ধিত ভ্যাট ও শুল্ক কমানো হয়েছে।
শতাধিক পণ্য ও সেবার শুল্ক–কর বাড়ালে ১২ হাজার কোটি টাকা বাড়তি আদায় হবে, আইএমএফের এমন শর্তে রাজি হয়েছে সরকার। এমন অবস্থায় আইএমএফের শর্ত কতটা পূরণ হয়েছে, বাড়তি কী পরিমাণ রাজস্ব আদায় হবে, তা এনবিআরের কাছে জানতে চেয়েছে অর্থ বিভাগ।
ভ্যাট বিভাগের একাধিক কর্মকর্তার অভিযোগ, আইএমএফের সঙ্গে বাড়তি রাজস্ব আদায়ের দর-কষাকষি করেছে অর্থ বিভাগ। এ নিয়ে এনবিআরের সঙ্গে তেমন একটা আলোচনা হয়নি। আইএমএফের শর্ত অর্থ বিভাগ আগে মেনে নিয়ে এনবিআরকে আদায় করতে বলেছে।
আইএমএফের শর্ত পূরণে শুল্ক-কর হার বাড়ানোর উদ্যোগের ব্যাপক সমালোচনা করছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে সমাবেশও করেছে একাধিক ব্যবসায়ী সংগঠন।
এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর দুই সপ্তাহের মধ্যে গত বুধবার কিছু পণ্য ও সেবা ওপর থেকে বর্ধিত ভ্যাট কমিয়েছে এনবিআর।
এনবিআরের ভ্যাট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, ইতিমধ্যে ভ্যাট কমানোর নতুন আদেশ জারি হয়েছে। এখন হিসাব–নিকাশ করে আইএমএফের শর্ত কতটা পূরণ হলো, তা অর্থ বিভাগকে জানিয়ে দেওয়া হবে।