৮৮৪ কোটি টাকায় কেনা হচ্ছে পৌনে দুই লাখ টন সার

সার
ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৮৮৪ কোটি টাকায় ১ লাখ ৭০ হাজার টন সার কিনছে সরকার। এর মধ্যে রয়েছে ইউরিয়া সার ৬০ হাজার টন, টিএসপি ৩০ হাজার টন ও ডিএপি ৮০ হাজার টন। শিল্প ও কৃষি মন্ত্রণালয় মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে এসব সার কিনবে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আজ বুধবারের সভায় সার কেনার এসব প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করা হয়নি। তবে প্রথম আলোর পক্ষ থেকে পরে যোগাযোগ করা হলে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান প্রস্তাবগুলো অনুমোদিত হয়েছে বলে জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিল্প মন্ত্রণালয় চলতি ২০২৩–২৪ অর্থবছরে আলাদা ক্রয় প্রস্তাবের মাধ্যমে ইউএই ও সৌদি আরব থেকে ৩০ হাজার টন করে মোট ৬০ হাজার টন ইউরিয়া সার আমদানি করবে। তাতে খরচ হবে প্রায় ২৩৬ কোটি টাকা।

এ ছাড়া অপর তিন ক্রয় প্রস্তাবের মাধ্যমে মরক্কো ও সৌদি আরব থেকে এক লাখ ১০ হাজার টন টিএসপি ও ডিএপি সার আমদানি করবে। এর মধ্যে সৌদি আরব থেকে কেনা হবে ৪০ হাজার ডিএপি সার, আর মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি ও ৪০ হাজার টন ডিএপি সার কেনা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় আনা হবে এসব সার। এসব সার আমদানি করতে কৃষি মন্ত্রণালয়ের খরচ হবে প্রায় ৬৪৮ কোটি টাকা।

সার কেনার প্রস্তাবের বাইরে গতকালের সভায় রাজশাহীতে শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর রেল ক্রসিং প্রকল্পের জন্য দুটি আলাদা প্রস্তাবে ২৪৬ কোটি ৫০ লাখ টাকার পূর্তকাজের অনুমোদন দেওয়া হয়। সরকার ও রাজশাহী সিটি করপোরেশনের যৌথ অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দুটি ভিন্ন প্রস্তাবে পূর্তকাজ পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। এর মধ্যে এমবিইএল ও এসইএল নামের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে পেয়েছে ১৬০ কোটি টাকার কাজ। আর ডেইনকো লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান পেয়েছে প্রায় সাড়ে ৮৬ কোটি টাকার কাজ।