বিনিয়োগ খুঁজতে সৌদি আরবে যাবে ঢাকা চেম্বার
সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও নতুন বিনিয়োগের সুযোগ খুঁজতে দেশটিতে পাঁচ দিনের সফরে যাবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি প্রতিনিধিদল। ২৯ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত তারা সৌদি আরবে অবস্থান করবে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ঢাকা চেম্বারের সভাপতি মো. সামীর সাত্তার।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিসিসিআই জানায়, সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক–কূটনীতি, রপ্তানিবাজার বহুমুখীকরণ, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগের সম্ভাবনা খুঁজে পেতে এ সফরের আয়োজন করা হয়েছে।
বাণিজ্য প্রতিনিধিদলে মোট ৬১ সদস্য থাকবেন। তাঁদের মধ্যে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পর্যটন, আবাসন, নির্মাণ, স্বাস্থ্যসেবা, সরবরাহ, বস্ত্র, দক্ষতা উন্নয়ন ও শিক্ষা এবং তথ্য ও প্রযুক্তিসহ উৎপাদনমুখী বিভিন্ন খাতের ব্যবসায়ীরা রয়েছেন।
সৌদি আরব সফরের সময় ডিসিসিআইয়ের প্রতিনিধিদল সে দেশের রিয়াদ, মক্কা ও মদিনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে আলাদাভাবে দ্বিপক্ষীয় আলোচনা করবে। পাশাপাশি সেখানকার বেসরকারি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বিজনেস ম্যাচমেকিং সেশনেও অংশ নেবে।
ডিসিসিআই জানিয়েছে, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গত পাঁচ দশকে নতুন উচ্চতায় পৌঁছেছে। গত ২০২২-২৩ অর্থবছরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল ২০০ কোটি মার্কিন ডলারের মতো। আসন্ন সফরের মাধ্যমে বাণিজ্যের গতি আরও বাড়বে।
এফএমসিজি (ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস), ভারী যন্ত্রপাতি, অটোমোবাইল বা গাড়ি, স্মার্ট ফার্মিং, হালাল পণ্য, ফিনটেক প্রযুক্তি, সরবরাহ, অবকাঠামো প্রভৃতি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ৬০০ কোটি ডলারে উন্নীত করা সম্ভব বলে মনে করে ডিসিসিআই।
ঢাকা চেম্বার বিজ্ঞপ্তিতে আরও বলেছে, বাণিজ্য ও বিনিয়োগে ব্যাপক পরিবর্তন আনতে সৌদি ভিশন-২০৩০ নামে একটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে দেশটি। অন্যদিকে, ২০৩১ সালের মধ্যে একটি উচ্চমধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পথে রয়েছে বাংলাদেশ। এমন বাস্তবতায় দুই দেশের একই ধরনের লক্ষ্যে পৌঁছাতে দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির ভালো সুযোগ রয়েছে।