আন্দোলনের প্রভাব এডিপিতে, প্রথম ত্রৈমাসিকে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

এডিপি

ছাত্র-জনতার আন্দোলনের কারণে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাব পড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি)। প্রথম ত্রৈমাসিকে এডিপি বাস্তবায়নের নিরিখে দেখা যাচ্ছে, গত পাঁচ বছরের মধ্যে চলতি অর্থবছর এডিপি বাস্তবায়ন হয়েছে সবচেয়ে কম। টাকার অঙ্কেও তা এই সময়ে সবচেয়ে কম।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মাত্র পৌনে ৫ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে। এই সময় এডিপি বাবদ ব্যয় হয়েছে ১৩ হাজার ২১৫ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা কম।

আজ সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রথম প্রান্তিকের এডিপি বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করে।

গত জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন ছাত্র-জনতার অভ্যুত্থানে পরিণত হলে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালান। এই সময় প্রায় সবকিছু বন্ধ ছিল। আন্দোলন দমনে সরকার সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি কারফিউ জারি করে। এতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এসবের প্রভাব পড়েছে।

৫ আগস্টের পরও দেশে পূর্ণাঙ্গ স্থিতিশীলতা আসেনি। স্বাভাবিকভাবে প্রকল্প বাস্তবায়নেও তার প্রভাব পড়েছে। এ ছাড়া অনেক প্রকল্পের ঠিকাদার কাজ ফেলে রেখে চলে যান বলে অভিযোগ আছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ কথাগুলো বলেছেন।

আইএমইডি সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের তিন মাসে সব মিলিয়ে ১৩ হাজার ২১৫ কোটি টাকা খরচ হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে এর পরিমাণ ছিল ২০ হাজার ৬০৯ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরের এই সময়ে ২১ হাজার ৮৯৫ কোটি টাকা; ২০২১-২২ অর্থবছরে ১৯ হাজার ৫৫৯ কোটি টাকা ও ২০২০-২১ অর্থবছরে ১৭ হাজার ৩০১ কোটি টাকা খরচ হয়েছিল।

ফলে চলতি অর্থবছরের তিন মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ৪ দশমিক ৭৫ শতাংশ। এর আগের চার অর্থবছরের প্রথম তিন মাসে সাড়ে ৭ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল।

চলতি অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা, প্রকল্পের সংখ্যা ১ হাজার ৩৫২।