টিসিবির জন্য ৩৯১ কোটি টাকার তেল ও ডাল কিনছে সরকার

টিসিবি

নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী দামে বিক্রি করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ভোজ্যতেল ও মসুর ডাল কেনা হচ্ছে। এতে মোট ব্যয় হবে ৩৯১ কোটি ১৯ লাখ টাকা। ভোজ্যতেলের মধ্যে এ দফায় দরপত্র ছাড়া সরাসরি পদ্ধতিতে কেনা হচ্ছে কুঁড়ার তেল (রাইস ব্রান অয়েল), পরিমাণ ১ কোটি ২০ লাখ লিটার। আর মসুর ডাল কেনা হচ্ছে দেশি দুটি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টন ও ভারতীয় একটি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টন।

আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুই পণ্য কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে তা জানা গেছে।

সূত্রগুলো জানায়, টিসিবি তিনটি লটে ১ কোটি ২০ লাখ লিটার রাইস ব্রান তেল সরাসরি ক্রয়পদ্ধতিতে কেনার জন্য দর প্রস্তাব চাইলে এতে অংশ নেয় মজুমদার প্রোডাক্ট, মজুমদার ব্রান অয়েল মিলস ও আলী নেচারাল অয়েল মিলস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। এতে মোট ব্যয় হবে ১৮৯ কোটি ৬০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৫৮ টাকা।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারতের উমা এক্সপো প্রাইভেট লিমিটেড থেকে কেনা হচ্ছে ১০ হাজার টন মসুর ডাল। এ ডাল কিনতে ৯৬ কোটি ১৪ লাখ টাকা ব্যয় হবে। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ১০১ টাকা ১৩ পয়সা। এ ছাড়া বগুড়ার রয় অ্যাগ্রো ফুড প্রোডাক্টস ও ঢাকার নাবিল নবা ফুডস লিমিটেডের কাছ থেকে কেনা হচ্ছে আরও ১০ হাজার টন মসুর ডাল। প্রতি কেজি ১০৫ টাকা ৪৫ পয়সা হিসাবে এতে মোট ব্যয় হবে ১০৫ কোটি ৪৫ লাখ টাকা।