এডিবির নতুন এদেশীয় প্রধান হোয়ে ইউন জিয়ং
হোয়ে ইউন জিয়ং বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি এডিমন গিন্টিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এডিবির বাংলাদেশ কার্যালয়।
হোয়ে ইউন জিয়ং বাংলাদেশে এডিবির সামগ্রিক কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকার, উন্নয়ন অংশীদার ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করবেন। সেই সঙ্গে এডিবি যে বাংলাদেশের সঙ্গে অংশীদারির কৌশলপত্র প্রণয়ন করছে, তিনি সেই কাজে নেতৃত্ব দেবেন। চলমান কৌশলপত্র ২০২৫ সালে মেয়াদোত্তীর্ণ হবে।
অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী হোয়ে ইউন জিয়ং। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রার আলোকে অর্থনৈতিক বৈচিত্র্য নিশ্চিত করতে কাজ করা হবে।
বিভিন্ন ক্ষেত্রে ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হোয়ে ইউন জিয়ং ১৫ বছর ধরে এডিবিতে কাজ করছেন। তিনি দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়েও কাজ করেছেন। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটন থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৭৩ সালে বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংকের সদস্য হওয়ার পর এখন পর্যন্ত ৬১ বিলিয়ন বা ৬ হাজার ১০০ কোটি ডলারের ঋণ ও অনুদান পেয়েছে। জ্বালানি, পরিবহন, শহরের অবকাঠামো, পানি সরবরাহ, শিক্ষা, কৃষি ও প্রাকৃতিক সম্পদ খাতে অর্থায়ন করেছে এডিবি।
হোয়ে ইউন জিয়ং ২০০৯ সালে অর্থনীতিবিদ হিসেবে এডিবিতে যোগ দেন। এরপর তিনি আঞ্চলিক সহযোগিতা কার্যক্রমে বড় ভূমিকা পালন করেন। ২০১৮ সালে তিনি এডিবির ভারত কার্যালয়ে যোগ দেন। তিনি এডিবি ভারতের উপপ্রধান ছিলেন। জি–২০ ফোরামে ভারতের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে এডিবির সমর্থন লাভে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
হোয়ে ইউন জিয়ং দক্ষিণ কোরিয়ার নাগরিক।