ব্যাংক একীভূতের উদ্যোগের সুফল পেতে সময় লাগবে: বাজেটের নীতি বিবৃতি
ব্যাংক খাতের চলমান সংকটের সমাধান কীভাবে হবে, এ নিয়ে বাজেটে তেমন ঘোষণা আসেনি। বাজেটের মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে বলা হয়েছে, ব্যাংক একত্রকরণ প্রক্রিয়ার সুফল পেতে সময় লাগবে।
এদিকে বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার জানিয়েছে, গত জানুয়ারি-মার্চ এই তিন মাসে ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ৩৬ হাজার কোটি টাকার বেশি। গত মার্চের শেষে ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে হয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ১১ দশমিক ১১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক যখন এই তথ্য প্রকাশ করে, তখন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করছিলেন। বক্তৃতায় ব্যাংক খাত সংস্কার নিয়ে তেমন কিছু ছিল না। মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে বলা হয়েছে, খেলাপি ঋণ ও আর্থিক খাতে শৃঙ্খলা পুনরুদ্ধারে কিছু ব্যাংক একত্রকরণের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার সুফল পেতে কিছুটা সময় লাগবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাজেটেও খেলাপিদের ধরতে কোনো পদক্ষেপ দেখা গেল না, এটা দুঃখজনক। ট্রাইব্যুনাল গঠন করে খেলাপিদের জেলে না পাঠালে ব্যাংকগুলো ঠিক হবে না। প্রভাবশালীদের ঋণগুলোর কী অবস্থা, তা জানা যাবে না।