ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১০ সাংবাদিক
কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে সংবাদ প্রতিবেদনের জন্য ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমের ১০ সাংবাদিক। অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের বৃহৎ শিল্পগ্রুপ প্রাণ যৌথভাবে এই পুরস্কার দিয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ বছর তিনটি ক্যাটাগরিতে ইআরএফ-প্রাণ মিডিয়া পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিন্ট ক্যাটাগরিতে পাঁচজন, অনলাইনে দুজন ও টেলিভিশন ক্যাটাগরিতে তিনজন পুরস্কার পেয়েছেন।
প্রিন্ট ক্যাটাগরিতে যৌথভাবে প্রথম হয়েছেন আমাদের সময়ের জ্যেষ্ঠ প্রতিবেদক জিয়াদুল ইসলাম ও সময়ের আলোর বাণিজ্য সম্পাদক আলমগীর হোসেন। এ শ্রেণিতে যৌথভাবে দ্বিতীয় হয়েছেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের দুই বিশেষ প্রতিনিধি জসিম উদ্দিন ও এফ এইচ এম হুমায়ূন কবির। তৃতীয় পুরস্কার পেয়েছেন কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক সাহানোয়ার সাইদ।
অনলাইন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান প্রতিবেদক ইব্রাহিম হোসেন এবং দ্বিতীয় হয়েছেন যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান চৌধুরী। এ ছাড়া টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদ হোসেন এবং যৌথভাবে দ্বিতীয় হয়েছেন একুশে টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুর রহমান ও ইনডিপেনডেন্ট টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক হরিপদ সাহা।
অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, তেল বা চিনির বাজারে মুষ্টিমেয় কয়েকজন স্থানীয় আমদানিকারক বা উৎপাদক রয়েছেন। এর মধ্যে একজন বৃহৎ উৎপাদক দেশ ছেড়ে পালিয়ে গেছেন, যিনি বাজারের বৃহৎ একটি অংশ এবং আট-দশটা ব্যাংক নিজে পরিচালনা করতেন। এই যে দেশ থেকে পালিয়ে যাওয়ার ফলে সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে, সেই তুলনায় কিন্তু বাজারে অতটা প্রতিক্রিয়া টের পাওয়া যাচ্ছে না।
বর্তমান বাস্তবতা মেনে তেলের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আগামী রমজানে খেজুর, ছোলা, তেলসহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে বলে আশা করা হচ্ছে। আলুর ক্ষেত্রে একটু ব্যর্থতা আছে, তবে আগামী বছর যেন এমন পরিস্থিতি না হয়, সে জন্য বর্তমান থেকে শিক্ষা নিয়ে কাজ করছি।’
বর্তমানে বাংলাদেশ প্রসঙ্গে প্রতিবেশী দেশের কিছু গণমাধ্যম প্রচারণা চালাচ্ছে। এ প্রসঙ্গে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভুল তথ্য শুধু বাইরে থেকে আসছে তা নয়, দেশের সাংবাদিকেরাও অনেক ক্ষেত্রে সঠিক তথ্য তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন। দেশে এখনো মূল্যস্ফীতির হার দুই অঙ্কের ঘরে, এটা ঠিক; কিন্তু অনেক জিনিসের দাম আগের তুলনায় কমছেও। প্রতি রাতে যে টক শো হয়, যে সংবাদ প্রচার হয়, সেখানে কিন্তু এ বিষয়গুলো দেখা যাচ্ছে না। এসব ক্ষেত্রে একধরনের সরলীকরণ করা হচ্ছে।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে অবশ্যই উৎপাদন ও সরবরাহ বাড়াতে হবে। ডিমের দাম কমিয়ে আনার একমাত্র উপায় হচ্ছে উৎপাদন বাড়ানো। প্রাণী খাদ্যের দাম কমানো গেলে ফার্মের মুরগি ও ডিমের দাম আরও কমবে।