মূল্যস্ফীতি আবারও ৯ শতাংশ ছাড়িয়েছে
দেশে মূল্যস্ফীতি আবার বেড়েছে। গত মার্চে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ, এটি চলতি ২০২২-২৩ অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ মূল্যস্ফীতি। মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএসের এ তথ্য আজ মঙ্গলবার প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বিবিএসের তথ্য দেখা যায়, মূলত খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণেই মার্চে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে গেছে। গত মার্চে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশে। আগের বছর; অর্থাৎ ২০২২ সালের মার্চে দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৩৪ শতাংশ। গত ফেব্রুয়ারিতে তা বেড়ে হয়েছিল ৮ দশমিক ১৩ শতাংশ। মার্চে এসে দ্রব্যমূল্যের কারণে খাদ্য মূল্যস্ফীতি আরও বেড়েছে।
খাদ্য মূল্যস্ফীতি বাড়লেও ফেব্রুয়ারির তুলনায় মার্চে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কমেছে। গত মাস শেষে তা কমে দাঁড়ায় ৯ দশমিক ৭৯ শতাংশ। গত বছরের একই মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক শূন্য ৪ শতাংশ। গত ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ৮২ শতাংশে।