কাজুবাদামে শুল্ক বৃদ্ধি ও নন-ফর্টিফায়েড বাসমতী চালে মূসকের প্রস্তাব

কাজুবাদাম

দেশে কাজুবাদাম উৎপাদন উৎসাহিত করতে আমদানি করা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ জাতীয় সংসদে পেশ করা আগামী অর্থবছরের বাজেটে তিনি এ প্রস্তাব করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কাজুবাদাম উৎপাদিত হচ্ছে এবং উৎপাদিত কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে উঠেছে। স্থানীয় শিল্পের বিকাশের লক্ষ্যে কাজুবাদামের আমদানি শুল্ক হার বৃদ্ধির জন্য আমদানি করা কাজুবাদামের করভার ১৫ দশমিক ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৪৩ শতাংশ করার সুপারিশ করেন তিনি।

মুস্তফা কামাল জানিয়েছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে সুপারিশের ভিত্তিতে এই শুল্ক বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া স্থানীয় কৃষকদের উৎসাহিত করতে নন–ফর্টিফায়েড বাসমতী চাল আমদানিতে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপের সুপারিশ করেছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আরও বলেন, ফর্টিফায়েড বাসমতী চাল আমদানিতে ১৫ শতাংশ মূসক আছে। কিন্তু এত দিন নন–ফর্টিফায়েড বাসমতী চাল আমদানিতে মূসক ছিল না। এবার তাতেও মূসক আরোপের প্রস্তাব দেন তিনি।