বিভিন্ন সিটি করপোরেশন ও জেলায় সেরা করদাতা হলেন যাঁরা
দেশের সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে ২০২২–২৩ কর বছরে ৫২৫ ব্যক্তিকে সেরা করদাতা হিসেবে মনোনীত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ মঙ্গলবার এ–সংক্রান্ত এক গেজেটে সেরা করদাতাদের নাম প্রকাশ করা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮ অনুসারে তাঁদের নাম প্রকাশ করা হয়েছে।
প্রতিটি সিটি করপোরেশন ও জেলা থেকে চারটি শ্রেণিতে সেরা করদাতাদের নাম প্রকাশ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে তিনজন, দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে দুজন, সর্বোচ্চ নারী করদাতা হিসেবে একজন এবং ৪০ বছরের নিচে তরুণ করদাতা হিসেবে একজন তালিকায় স্থান পেয়েছেন।
ঢাকা সিটি করপোরেশনে ২০২২–২৩ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে তিনজনের নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান আহমেদ সোহেল এফ রহমান ও ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। এ ছাড়া ঢাকা সিটি করপোরেশনে দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে সেরা করদাতা হয়েছেন দুজন। তাঁদের মধ্যে অন্যতম সাবেক মন্ত্রী সদ্য প্রয়াত সৈয়দ আবুল হোসেন।
গত কর বর্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনে সর্বোচ্চ কর প্রদানকারীদের মধ্যে রয়েছেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবরআলী, ব্যবস্থাপনা পরিচালক আমের আলীহোসাইন ও পেডরোলো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাদের খান। আর তরুণ সর্বোচ্চ করদাতা হয়েছেন পিএইচপি পরিবারের পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ।
এই সিটি করপোরেশনে দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে সেরা করদাতাদের মধ্যে রয়েছেন এ কে খান অ্যান্ড কোম্পানির চেয়ারম্যান আবু মোহাম্মদ জিয়াউদ্দিন খান। আর সর্বোচ্চ নারী করদাতা হয়েছেন বিএসআরএম গ্রুপের শেয়ারধারী বিলকীছ আলীহোসাইন।
গাজীপুরে মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লা খানের স্ত্রী মমতাজ খানম সর্বোচ্চ নারী করদাতা হয়েছেন। কুমিল্লায় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন সর্বোচ্চ করদাতাদের মধ্যে রয়েছেন।
মাদারীপুর জেলায় দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে সেরা করদাতা হয়েছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আর এ জেলায় সর্বোচ্চ কর প্রদানকারীদের মধ্যে রয়েছেন শাজাহান খানের ছোট ভাই ও মাদারীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান খান।
সিটি করপোরেশন ও জেলার সেরা করদাতাদের পূর্ণাঙ্গ তালিকা এখানে দেখুন: