সোনার দাম কমছে, প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার টাকা

সোনার দাম কমেছেছবি: সংগৃহীত

দেশে সোনার দাম উত্থান-পতনের মধ্যেই আছে। এবার অবশ্য কমছে। ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৪৮১ টাকা কমবে। এর ফলে ভালো মানের এক ভরি অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনার দাম কমে ১ লাখ ৩৭ হাজার টাকায় নামবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর সিদ্ধান্তটি জানায়। এতে সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। নতুন দর আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। সে অনুযায়ী প্রতি ভরি ২১ ক্যারেটে ১ হাজার ৯৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৮০৪ টাকা দাম কমবে। এদিকে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

আন্তর্জাতিক বাজারে অনেক দিন ধরেই সোনার দাম বেশি। সে কারণে দেশের বাজারে দাম চড়া। গত ৩১ অক্টোবর সোনার সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। সর্বশেষ গত বৃহস্পতিবার সোনার দাম ভরিতে ১ হাজার ১৫৪ টাকা বৃদ্ধি পায়।

নতুন দর অনুযায়ী, কাল সোমবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৩৭ হাজার ২২৭ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩০ হাজার ৯৯৮ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১২ হাজার ২৮৯ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ৯২ হাজার ১৩৪ টাকা।

আজ রোববার পর্যন্ত বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৯৩ হাজার ১৬০ টাকায় বিক্রি হয়েছে।