ইউসিবি তাকওয়া’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
শরিয়া নীতিমালার মধ্যে সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সেই ধারায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ইসলামিক ব্যাংকিং সেবা, ইউসিবি তাকওয়া’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল সোমবার (১২ অক্টোবর) ইউসিবি তাকওয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ইউসিবি তাকওয়া সর্বাধুনিক, নিরাপদ ও পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং সেবা প্রদানে সমর্থ হবে। বহুমুখী পণ্য ও সেবার সমন্বয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউসিবির ভাইস চেয়ারম্যান ও শরিয়া সুপারভাইসরি কমিটির চেয়ারম্যান বজল আহমেদ; ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি; ইউসিবির পরিচালক বশির আহমেদ; ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও শরিয়া সুপারভাইসরি কমিটির সদস্য মোহম্মদ শওকত জামিল; শরিয়া সুপারভাইসরি কমিটির সদস্য অধ্যাপক এ এফ এম আকবর হোসেন, শরিয়া সুপারভাইসরি কমিটির সদস্য ড. কে এম সাইফুল ইসলাম খান; শরিয়া সুপারভাইসরি কমিটির সদস্য ড. মোহাম্মাদ নাসির উদ্দিন (আজহারি); শরিয়া সুপারভাইসরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরুর রহমানসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি