সেভেন রিং সিমেন্টের বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত
শুন্ শিং গ্রুপের সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিং সিমেন্টের চতুর্থ বিক্রয় সম্মেলন সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে শুন্ শিং গ্রুপ বাংলাদেশের চেয়ারম্যান ইকরাম আহমেদ খান; ভাইস চেয়ারম্যান শেখ রায়হান আহমেদ; ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাহমিনা আহমেদ; ডিএমডি সাকিব পাশা; পরিচালক সানজিদা কামাল পাশা, আরুশা আহমেদ খান ও সাইফ রহমান; কোম্পানি সচিব মো. কাউসার আলম; সেভেন রিং সিমেন্টের চিফ টেকনিক্যাল অফিসার নান্টু কুমার দে; চিফ মার্কেটিং অফিসার মো. হারুন-উর-রশিদ; চিফ অপারেটিং অফিসার মো. কামরুল আহসান; জেনারেল ম্যানেজার এ বি এম ইফতেখার আলম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সম্মেলনে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও সেভেন রিংস্ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল খান এবং বাংলাদেশ ক্রিকেটের ‘সুপার ফ্যান’ সোয়েব আলী।
সম্মেলনে সারা দেশ থেকে পাঁচ শতাধিক কর্মকর্তা অংশ নেন। বিভিন্ন পর্যায়ের কর্মীদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ‘সেরা পারফর্মার’ এবং ‘সেরা ডিসট্রিক্ট’ স্বীকৃতি প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী এই সম্মেলন।
বিজ্ঞপ্তি