হোটেল গ্র্যান্ড প্যাসিফিকের সঙ্গে এসি সরবরাহের চুক্তি ট্রাইটেকের
কক্সবাজারের কলাতলীর ডলফিন পয়েন্টে নির্মিত হচ্ছে বিলাসবহুল পাঁচ তারকা ‘হোটেল গ্র্যান্ড প্যাসিফিক’। নির্মাণাধীন এই প্রকল্পে কেন্দ্রীয় এয়ার কন্ডিশনিং (এসি) নকশা করা ও সরবরাহের জন্য এইচভিএসি কোম্পানি ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড এবং গ্র্যান্ড প্যাসিফিক হোটেল কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ট্রাইটেক এই প্রকল্পের জন্য বিশ্ব সমাদৃত মিডিয়া ব্র্যান্ডের ১৪০০ টন ভিআরএফ এসি সরবরাহ, সিস্টেম ডিজাইন, ইনস্টলেশন এবং প্রজেক্ট এক্সিকিউশনের সব কাজ সম্পাদন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘হোটেল গ্র্যান্ড প্যাসিফিকের’ মূল প্রতিষ্ঠান ‘রিসোর্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান, মিডিয়া ব্র্যান্ডের রিজিওনাল ডিরেক্টর লিরিক ডেঙ, ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আসিফুর রহমান, পরিচালক রাজিব রায়হান ও পরিচালক আবু আল মোতালিব রাজু।
জানা গেছে, গত দুই দশকে ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড বাংলাদেশের ২০টির অধিক স্বনামধন্য হোটেলে সেন্ট্রাল এসির কাজ করেছে। হোটেল গ্র্যান্ড প্যাসিফিকের কাজের মাধ্যমে নিজেদের সুনাম আরও বাড়বে বলে আশা করছে ট্রাইটেক।
উল্লেখ্য, কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টে বিদ্যুৎ–সাশ্রয়ী, আরামদায়ক ও নির্ভরযোগ্য সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সল্যুশন প্রোভাইডার হিসেবে ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড সুপরিচিত।
প্রজেক্টের অনুযায়ী ট্রাইটেক ওয়াটার কুল্ড চিলার, এয়ার কুল্ড চিলার, ম্যাগনেটিক অয়েল-ফ্রি চিলার, অ্যাবসরপশন চিলার বা ভিআরএফ এয়ার কন্ডিশনিং স্থাপন করে থাকে। দেশি কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি হোটেল প্রজেক্ট এ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সরবরাহ করেছে ট্রাইটেক। হোটেল ওশান প্যারাডাইস, হোটেল দি কক্স টুডে, সায়মন বিচ রিসোর্ট, লং বিচ হোটেল, গ্রিন নেচার রিসোর্ট, হোটেল বেস্ট ওয়েস্টার্ন, দ্য পেনিনসুলা চিটাগং, হোটেল টাওয়ার ইন, ম্যাপল লিফ হোটেল, হোটেল হিলটন ঢাকা, হোটেল র্যাডিসন ব্লু ইত্যাদির মতো হোটেলে দক্ষতার সঙ্গে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সরবরাহ করে বাংলাদেশের পর্যটনশিল্পে আস্থাভাজন হয়ে উঠেছে ট্রাইটেক।