প্রেফারেন্স শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা তুলেছে শেলটেক সিরামিকস
শেলটেক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান শেলটেক সিরামিকস লিমিটেড সম্প্রতি অরূপান্তরযোগ্য অগ্রাধিকারমূলক শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করেছে। ভবিষ্যৎ অর্থনৈতিক ঝুঁকি এড়ানোর কৌশল হিসেবে শেলটেক সিরামিকসের ব্যবস্থাপনা পর্ষদ এ পদক্ষেপ নিয়েছে।
শেলটেক সিরামিকস লিমিটেড ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। ইউরোপীয় প্রযুক্তির অত্যাধুনিক কারখানায় দৈনিক ৪ লাখ ২০ হাজার বর্গফুট (৩৯ হাজার বর্গমিটার) ফ্লোর ও ওয়াল টাইলস উৎপাদন করতে পারে কোম্পানিটি। বাজারের প্রবণতা ও ক্রেতাদের পছন্দ মাথায় রেখে বিভিন্ন ধরনের নকশা ও টেক্সচারের আন্তর্জাতিক মানের টাইলস উৎপাদন করে শেলটেক সিরামিকস।