রিটেইল কংগ্রেসে সেরা ই-কমার্স (বিটুবি) বিভাগে দ্বিতীয়বার পুরস্কার পেল শপ আপ

বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৪-এ সেরা ই-কমার্স (বিটুবি) বিভাগে শপ আপ দ্বিতীয়বার বিজয়ী হয়েছে। হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশের রিটেইল ইকোসিস্টেমকে রূপান্তরকরণে শপ আপের বিটুবি কমার্স প্ল্যাটফর্ম মোকামকে এই স্বীকৃতি দেওয়া হয়।

শপ আপের বিটুবি কমার্স প্ল্যাটফর্ম মোকাম ছোট খুচরা বিক্রেতাদের কারখানা ও উৎপাদকদের সঙ্গে সংযুক্ত করে। প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করে সরবরাহব্যবস্থা শক্তিশালী করে। খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশে ৪৫ লাখের বেশি খুচরা ব্যবসায়ী আছেন। এই ব্যবসায়ীদের সরবরাহজনিত সমস্যা সমাধান, মুনাফা বৃদ্ধি ও ভোক্তাদের জন্য স্থিতিশীল ও সাশ্রয়ী মূল্যের পণ্য নিশ্চিত করে মোকাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই পুরস্কার পাওয়া নিয়ে শপ আপের পরিচালক শাবাব দীন শরেক বলেন, ‘এই পুরস্কার দেশের ছোট মুদিদোকানদারদের অবদান। তাঁদের ধৈর্য ও কঠোর পরিশ্রম মোকামের সাফল্যের প্রধান চালিকা শক্তি এবং আমরা তাঁদের ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করতে এবং চ্যালেঞ্জ অতিক্রম করতে ধারাবাহিকভাবে সমর্থন দিতে অঙ্গীকারবদ্ধ।’

২০২৩ সালে ৩ কোটি ১০ লাখ মানুষ শপ আপ নেটওয়ার্কের অন্তর্ভুক্ত মুদিদোকান থেকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনেছে। কোম্পানিটি ১০ লাখ মেট্রিক টন পণ্য হস্তান্তর করেছে।