মিনিস্টার-এর ‘কোটিপতি হোন’ অফার ঘোষণা

গত শনিবার (৩০ নভেম্বর) মিনিস্টারের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  ‘কোটিপতি হোন’ অফার ঘোষণা করা হয়ছবি: মিনিস্টার

অস্থির বাজারে স্বস্তির ‘কোটিপতি হোন’ অফার ঘোষণা করল বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড ‘মিনিস্টার’।

গত শনিবার (৩০ নভেম্বর) মিনিস্টারের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অফার ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশনস সোহেল কিবরিয়া, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ মুশফিকুর রহমান, শোরুম বিভাগের পরিচালক মাহমুদুর রহমান খান, ডিলার চ্যানেলের পরিচালক ড. মো. সাখাওয়াৎ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, ‘দেশের এই অস্থির বাজারে ক্রেতারা যাতে স্বস্তিতে ইলেকট্রনিকস পণ্য কিনতে পারেন, সে জন্যই এই অফার। এর মাধ্যমে ক্রেতারা মিনিস্টার ব্র্যান্ডের ফ্রিজ, এসি, এলইডি টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই পাবেন স্ক্র্যাচকার্ড। আর কার্ড ঘষে হতে পারেন কোটিপতি। সেই সঙ্গে আরও থাকছে নানা ধরনের ইলেকট্রনিকস পণ্য ফ্রি ও উপহারসামগ্রীসহ ডিসকাউন্ট।’

হুমায়ুন কবীর আরও বলেন, ‘মিনিস্টার সব সময় দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে আসছে। সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য ও সেরা সার্ভিস দেওয়াই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতে এ ধারা আরও বেগবান করার জন্য মিনিস্টার কাজ করে যাচ্ছে।’

শোরুম বিভাগের পরিচালক মাহমুদুর রহমান খান বলেন, ‘সারা দেশে প্রায় ২০০টির বেশি শোরুমে একসঙ্গে এই অফার চলবে। ক্রেতাদের সার্বিক সহায়তা দেওয়ার জন্য আমরা সব সময় সচেষ্ট আছি, থাকব।’

ডিলার চ্যানেলের পরিচালক ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘শো-রুম চ্যানেলের পাশাপাশি দেড় হাজারের বেশি ডিলার শোরুমেও একযোগে চলবে এ অফার। দেশের যেকোনো প্রান্ত থেকে কাস্টমাররা একই সুবিধায় মিনিস্টারের পণ্য ক্রয় করতে পারবেন। এবং দ্রুততম সার্ভিস প্রদান করার জন্য আমাদের টিম অবিরাম কাজ করে যাচ্ছে।’

অফারটি সম্পর্কে প্রতিষ্ঠানের হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশনস কে এম জি কিবরিয়া বলেন, ‘মিনিস্টার ইলেকট্রনিকস ব্র্যান্ড সব সময় ক্রেতাদের সর্বোচ্চ সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার দিয়ে থাকে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। আশা করছি, এ অফারের মাধ্যমে বরাবরের মতো আমরা এবারও ক্রেতাদের অভাবনীয় সাড়া পাব।’

এ অফারে মিনিস্টার ব্র্যান্ডের যেকোনো মডেলের ফ্রিজ, এসি, এলইডি টিভি, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলেই ক্রেতা পাবেন স্ক্র্যাচ কার্ড। সেটি ঘষে ক্রেতা হতে পারেন কোটিপতি।

এ ছাড়া হতে পারেন লাখপতি। আরও থাকছে—একটি কিনলে আরেকটি ফ্রি, গ্রাইন্ডার, ব্লেন্ডার, রাইস কুকার, কেটলি, ফ্যানসহ নিশ্চিত আকর্ষণীয় উপহার। ফ্রিজে থাকছে ১৩ হাজার ২৬১ টাকা পর্যন্ত নগদ মূল্যছাড়।

সেই সঙ্গে মিনিস্টার এলইডি টিভি ও স্মার্ট এলইডি টিভিতে থাকছে নিশ্চিত ৮ হাজার ৩৩৭ টাকা পর্যন্ত নগদ মূল্যছাড় এবং আকাশ ডিটিএইচ সংযোগ ফ্রি।

আরও থাকছে ১৯, ২০ ও ২৪ ইঞ্চির নির্দিষ্ট মডেলের নন-স্মার্ট টিভিতে ৫৩ শতাংশ মূল্যছাড়। থাকছে মাত্র ৭ হাজার ৯৯৯ টাকায় ২৪ ইঞ্চি এবং মাত্র ১০ হাজার ৯৯৯ টাকায় ৩২ ইঞ্চি বেসিক এলইডি টিভি।

যেকোনো সাইজ ও মডেলের এসিতে রয়েছে ১২ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্যছাড়, আর ফ্রি ইনস্টলেশন তো থাকছেই। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ অন্য সব হোম অ্যাপ্লায়েন্স পণ্যে রয়েছে নগদ ডিসকাউন্টসহ আকর্ষণীয় গিফট।

অফার সম্পর্কে যেকোনো তথ্য জানতে ভিজিট করুনঅথবা যোগাযোগ করতে পারেন হটলাইন ০৯৬০৬৭০০৭০০ নম্বরে।