বাণিজ্য মেলার দ্বিতীয় সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেল কাজী এন্টারপ্রাইজেস
মনোরম ডিজাইন ও সুষ্ঠু সঞ্চালনের জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন অ্যাওয়ার্ড (পিএমপি) ক্যাটাগরিতে দ্বিতীয় সেরা হয়েছে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের প্যাভিলিয়ন।
এ বছর বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী ৪৭টি প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। নকশার চারুত্ব ও সুষ্ঠু পরিচালনার জন্য কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের প্যাভিলিয়ন দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক কাজী নাজমুল আবেদিন, প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল আমিন এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নাহিদা ইসলাম।
ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ২৭তম বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আহমেদ বাবু।
বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।