পিপলস ইনস্যুরেন্সের বার্ষিক ব্যবসা সম্মেলন অনুষ্ঠিত
বিমা খাতের কোম্পানি পিপলস ইনস্যুরেন্সের বার্ষিক ব্যবসা সম্মেলন সম্প্রতি রাজধানী ঢাকার গুলশানে অনুষ্ঠিত হয়েছে। গত তিন বছর পর এবারও সশরীর কোম্পানিটির এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কোম্পানিটির চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কোম্পানির পরিচালক মোহাম্মদ আলী হোসেন।
প্রধান অতিথি হিসেবে কোম্পানির সাবেক চেয়ারম্যান ও দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মিজানুর রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন না। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোম্পানির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনের শুরুতে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম আজিজুল হোসেন ২০২৩ সালের ব্যবসায়িক মূল্যায়ন ও ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা উপস্থিত সবার সামনে তুলে ধরেন। পাশাপাশি বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরে সেগুলো পরিপালনের বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।
সম্মেলনে বক্তব্য দেন কোম্পানির পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, উপদেষ্টা এম এইচ খালেদ, পরিচালক ফরহাদ আহমেদ আকন্দ, সাইফুল আরেফিন খালেদ, মাহবুবুর রহমান পাটোয়ারী, সাবেক চেয়ারম্যান শাহাজাদা মাহমুদ চৌধুরী প্রমুখ। এ ছাড়া কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল মোস্তফা, শাহনেওয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক সাফরিনুর রহমান, আরিফুর রহমান প্রমুখ বক্তব্য দেন। সম্মেলন সঞ্চালনা করেন কোম্পানির সচিব শেখ মো. সরফরাজ হোসেন।
২০২৩ সালে কোম্পানির যেসব কর্মকর্তা ব্যবসার শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ করেছেন, তাঁদের সনদ প্রদান করা হয়। এ ছাড়া বাকি কর্মকর্তাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি গত কয়েক বছরে যেসব কর্মকর্তা-কর্মচারী অবসর গ্রহণ করেছেন, তাঁদের ক্রেস্ট দিয়ে সম্মান জানান কোম্পানির পরিচালকেরা।