জিপিএইচ ইস্পাতের ২ দিনের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

জিপিএইচ ইস্পাতের দুই দিনব্যাপী বার্ষিক পরিবেশক সম্মেলন সম্প্রতি ঢাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। তাতে গত বছর সারা দেশে সবচেয়ে বেশি পণ্য বিক্রি করেছেন এমন ১০ জন পরিবেশককে কোম্পানির পক্ষ থেকে মহারাজ উপাধি দেওয়া হয়বিজ্ঞপ্তি

ইস্পাত খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাতের বার্ষিক পরিবেশক সম্মেলন সম্প্রতি ঢাকার একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। কোম্পানিটি এ সম্মেলনের নামকরণ করেছে ‘জিপিএইচ মহারাজ দরবার-২০২৩’। এতে সারা বছর যারা ভালো ব্যবসা করেছে, সেসব পরিবেশককে সম্মাননা দেওয়া হয়। সারা দেশের চার শতাধিক পরিবেশক দুই দিনব্যাপী সম্মেলনে অংশ নেন। কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনের প্রথম দিনে ছিল সারা দেশের পরিবেশকদের পরিবার ও আয়োজকদের পরিবারবর্গের অংশগ্রহণে ফ্যামিলি নাইট। এ ছাড়া ছিল পরিবেশকদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া যেসব পরিবেশকের সন্তানেরা ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে, তাদের সম্মাননা দেওয়া হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় মহারাজ দরবার। তাতে গত বছরের পণ্য বিক্রির ওপর ভিত্তি করে ১০ জন পরিবেশককে মহারাজ ও তার পরের ১০ জনকে মহাবীর উপাধি দেওয়া হয়।

জিপিএইচ ইস্পাত জানিয়েছে, এবারের শীর্ষস্থানীয় পরিবেশকদের সম্মাননাসহ ক্রেস্ট, স্বর্ণালংকার ও অর্থ পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া সারা বছর ধারাবাহিকভাবে বিক্রয় সাফল্য ধরে রাখায় শীর্ষ পাঁচজন পরিবেশককে বীর বন্ধু এবং জিপিএইচ ইস্পাত বিক্রয়কারী সাতজন এক্সক্লুসিভ পরিবেশককে এক্সক্লুসিভ এক্সিলেন্স সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্তদের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে আইফোন ১৫ প্রো ম্যাক্স।

এবার যে ১০ পরিবেশক মহারাজ নির্বাচিত হয়েছে, সেসব প্রতিষ্ঠান হলো আশুলিয়ার হক ট্রেডার্স, কক্সবাজারের টেকনাফের মাহবুব ব্রাদার্স, ঢাকার মানিকদীর রহমান প্রপার্টিজ অ্যান্ড ট্রেডিং করপোরেশন, কুমিল্লার অ্যাপোলো ট্রেডার্স, চট্টগ্রামের এবি স্টিল হাউস (ইউনিট-২) ও আল আমিন ট্রেডার্স, ঢাকার আরিচা রোডের ঢাকা ট্রেড লিংক, চট্টগ্রামের ইশা খা নেভি গেটের ফয়সাল অ্যান্ড ব্রাদার্স, বগুড়ার ফাহিম এন্টারপ্রাইজ এবং ঢাকার হাসনাবাদের সৌরভ এন্টারপ্রাইজ।

দুই দিনের সম্মেলনে জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদের সদস্য ও তাদের পরিবার এবং কোম্পানিটির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জিপিএইচ ইস্পাত শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানি। ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এটি। গতকাল দিন শেষে কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৩৪ টাকা। সর্বশেষ গত জুলাই–ডিসেম্বরে কোম্পানিটি প্রতি শেয়ারে ৩২ পয়সা মুনাফা করেছে। যেখানে আগের বছরের একই সময়ে কোম্পানিটি ১ টাকা ৭৬ পয়সা লোকসান করেছিল।