বসুন্ধরা সিটিতে এপেক্সের বৃহত্তম বিক্রয়কেন্দ্র উদ্বোধন
ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে এপেক্সের নতুন বিক্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আগের ২৬০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্রের সঙ্গে এবার যুক্ত হলো ২২ হাজার বর্গফুট আয়তনের নতুন এই বিক্রয়কেন্দ্র।
সাড়ে তিন হাজারের বেশি জুতা আছে এই বিক্রয়কেন্দ্রে। নিজস্ব ব্র্যান্ড এপেক্সের সঙ্গে নিনো রসি, মুচি, ডক্টর মক, টুইঙ্কলার, ভেনচুরিনি, স্প্রিন্ট, ম্যাভেরিক, স্কুল স্মার্টের পাশাপাশি আছে নাইকি, অ্যাসিক্স, হেই ডুড, পোলিশের মতো সুপরিচিত আন্তর্জাতিক ব্র্যান্ডের জুতা।
বিক্রয়কেন্দ্র উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) ফিরোজ মোহাম্মদ, ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট) মো. মাইন উদ্দিন, মহাব্যবস্থাপক (পণ্য ব্যবস্থাপনা) সালমান আব্বাস খান, মহাব্যবস্থাপক (সাপ্লাই চেইন) কাজী সোহেল আহমদ, উপমহাব্যবস্থাপক (রিটেইল বিজনেস) আরবাবুর রহমান, বিপণন ব্যবস্থাপক মো. রায়হান কবিরসহ অন্য কর্মকর্তারা।
আসন্ন ঈদুল ফিতরের কেনাকাটার সময় এই বিক্রয়কেন্দ্রে এপেক্সের সময়োপযোগী ডিজাইনের সব জুতা পাওয়া যাবে। বিচিত্র সব জুতা শিশু থেকে বয়স্ক, নারী-পুরুষ সবার পছন্দ ও প্রয়োজন পূরণ করতে পারবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশাবাদী।
চামড়াশিল্পে উৎকর্ষ সাধনের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করে তিন দশকের বেশি সময় ধরে জুতা তৈরি, বিপণন ও বিক্রি করে আসছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড এপেক্স। এই দীর্ঘ যাত্রায় পর্যায়ক্রমে জুতার সঙ্গে যোগ হয়েছে রুচিশীল ও নান্দনিক বিভিন্ন আনুষঙ্গিক ফ্যাশনের পণ্য।