দুই মাসেই অনলাইনে রিটার্ন জমাকারীর সংখ্যা আড়াই লাখ ছাড়াল
দুই মাসেই অনলাইন রিটার্ন জমার সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। গত ৯ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন জমার সিস্টেম চালু করা হয়। গতকাল শনিবার অনলাইনে রিটার্ন জমাকারীর সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে যায়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছে। এ ছাড়া ই-রিটার্ন অপশন ব্যবহার করে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য নিবন্ধনকারীর সংখ্যা সাড়ে ১০ লাখ ছাড়িয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
বর্তমানে ১ কোটি ৫ লাখ করদাতার কর শনাক্তকারী নম্বর (টিআইএন) আছে। তাঁদের মধ্যে প্রতিবছর ৪০ লাখের মতো রিটার্ন জমা দেন।
আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়া যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে এবং দ্রুত তাঁদের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। এ সিস্টেম থেকে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন এবং দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন।
ই-রিটার্নসংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য একটি কল সেন্টার স্থাপন করা হয়েছে। কল সেন্টারের ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে অফিস চলার সময়ে ফোন করে করদাতারা ই-রিটার্নসংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক সমাধান পেতে পারেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সব করদাতাকে মসৃণভাবে রিটার্ন দাখিল এবং ঝামেলাবিহীন সেবা পেতে অনলাইনে রিটার্ন দাখিল করতে আহ্বান জানিয়েছে।