ব্যাংকিং ডিপ্লোমা ছাড়া পদোন্নতি হবে না ব্যাংকে
ব্যাংকের চাকরিতে সিনিয়র অফিসার (জ্যেষ্ঠ কর্মকর্তা) অথবা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতি পেতে হলে ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্বেই পাস করতে হবে। দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংক এ সম্পর্কিত এক পরিপত্র জারি করেছে। তাতে বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয়; যেমন ডাক্তার, প্রকৌশলী (পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎকৌশল), ব্যাংকের প্রচার ও প্রকাশনা এবং তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত কর্মকর্তা ছাড়া সবাইকে জ্যেষ্ঠ কর্মকর্তা অথবা সমতুল্য পদের পরবর্তী সব পদে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমার উভয় পর্ব পাস করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংকিং ডিপ্লোমার পাঠ্যক্রমে ব্যাংকিং বিষয়ের যাবতীয় তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অন্তর্ভুক্ত থাকে। যেখানে প্রথম পর্বে ব্যাংকিং সম্পর্কিত প্রাথমিক ও মৌলিক বিষয় পড়ানো হয়, আর দ্বিতীয় পর্বে উচ্চতর ব্যাংকিং জ্ঞান ও দক্ষতা যাচাই করা হয়। দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) কর্তৃক এই দুই পর্বের ব্যাংকিং ডিপ্লোমার ডিগ্রি দেওয়া হয়।
ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মো. আলী আকবর ফরাজি স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, এই নির্দেশনা আগামী ১ জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর হবে। একই সঙ্গে এ সম্পর্কিত ২০২২ সালের ১৩ অক্টোবর তারিখে দেওয়া নির্দেশনা বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক বলেছে, দেশের সামগ্রিক উন্নয়নে ব্যাংকিং খাতের গুরুত্ব অপরিসীম। তাই এ খাতে মৌলিক ব্যাংকিং জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরি এবং সিদ্ধান্ত গ্রহণে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির আবশ্যকতা বিবেচনায় এ নির্দেশনা জারি করা হয়েছে।