ডলার-সংকট মোকাবিলা আইএফসি থেকে ৬ কোটি ডলার ঋণ করছে রেনাটা

ওষুধ কোম্পানি রেনেটা

ডলার–সংকটের এ সময়ে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) থেকে ছয় কোটি ডলার ঋণ নিচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ দেশি ওষুধ কোম্পানি রেনাটা। বর্তমানে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ডলারের বিনিময় মূল্য ১১৭ টাকা হিসাবে দেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ প্রায় ৭০২ কোটি টাকা। আইএফসির কাছ থেকে ছয় বছরের জন্য এ ঋণ নিচ্ছে কোম্পানিটি।

রেনাটার পরিচালনা পর্ষদের গত বুধবারের সভায় এ ঋণ অনুমোদন করা হয়। আর গতকাল বৃহস্পতিবার তা দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে শেয়ারধারীদের জানিয়েছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে জানা যায়, ডলার–সংকটের এ সময়ে যাতে ওষুধের কাঁচামাল আমদানি কোনোভাবে ব্যাহত না হয়, সে জন্য বিদেশি সংস্থার কাছ থেকে ডলারের এ ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওষুধ খাতের দেশি এ কোম্পানি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী বিদেশি সংস্থার কাছ থেকে ঋণ নেওয়ার জন্য প্রথমে বাংলাদেশ ব্যাংকে আবেদন করা হয়। বাংলাদেশ ব্যাংক বর্তমান পরিস্থিতিতে এ ঋণ গ্রহণকে ইতিবাচকভাবে বিবেচনায় নিয়ে দ্রুততার সঙ্গে প্রাথমিক অনুমোদনও দেয়।

নিয়ম অনুযায়ী, ঋণপ্রাপ্তির পর প্রথম এক বছর গ্রেস পিরিয়ডের সুবিধা পাবে কোম্পানিটি। অর্থাৎ প্রথম এক বছরে ঋণের কোনো সুদ বা কিস্তি পরিশোধ করতে হবে না। এর পর থেকে প্রতিবছর এক কোটি ডলার করে ছয় বছরে ঋণের পুরো অর্থ পরিশোধ করা হবে। আন্তর্জাতিক নিয়ম মেনে নেওয়া এ ঋণের সব মিলিয়ে সুদহার পড়তে পারে সাড়ে ৭ থেকে সাড়ে ৮ শতাংশ। বর্তমানে দেশে ঋণের সুদহার বেড়ে সর্বোচ্চ ১৫ শতাংশে উঠেছে। এ অবস্থায় বর্তমান ব্যাংক সুদহারের প্রায় অর্ধেক সুদে বিদেশি সংস্থা থেকে এ ঋণ পেতে যাচ্ছে রেনাটা।

জানতে চাইলে রেনাটার কোম্পানি সচিব জোবায়ের আলম বলেন, ‘ওষুধ খাতের কোম্পানি হিসেবে আমাদের কাঁচামালের সিংহভাগই আমদানি করতে হয়। কাঁচামাল আমদানির ক্ষেত্রে ঋণপত্র বা এলসি খুলতে গিয়ে যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সে জন্য আইএফসির কাছ থেকে ডলারে এ ঋণ নেওয়া হচ্ছে।’

আইএফসির কাছ থেকে ঋণ নেওয়ার খবরে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দাম ৩৯ টাকা বা সাড়ে ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬ টাকায়।