আইডিএলসি–প্রথম আলো এসএমই পুরস্কার আজ
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বীকৃতি দিতে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স ও প্রথম আলো মিলে তৃতীয়বারের মতো আয়োজন করেছে ‘আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার ২০২৩’। এই আয়োজনের মধ্য দিয়ে সাধারণের মধ্যে থেকেও যাঁরা অসাধারণ, এমন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে সম্মানিত করা হবে।
আয়োজকেরা জানান, কৃষি, প্রযুক্তি, উৎপাদনশিল্প, রপ্তানি শিল্প ও নারী উদ্যোক্তা—এই পাঁচ ক্যাটাগরি বা শ্রেণিতে সেরা এসএমই উদ্যোক্তার পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া দুজন পাবেন সম্মানজনক স্বীকৃতি। আজ মঙ্গলবার বিকেল চারটায় ঢাকার একটি হোটেলে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
এই আয়োজনের পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এ ছাড়া উপস্থিত থাকবেন আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম জামাল উদ্দিন ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য।