দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর নূরুন নাহারের যোগদান
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে গতকাল সোমবার যোগ দিয়েছেন নূরুন নাহার। আগে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ছিলেন। ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্ট ও নিরাপত্তা ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী পরিচালকের দায়িত্বে ছিলেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ১২ এপ্রিল তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর। এর আগে নারী ডেপুটি গভর্নর ছিলেন নাজনীন সুলতানা।
নূরুন নাহার ১৯৮৯ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন এবং ২০১৯ সালে তিনি নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেন।
চাকরিজীবনে তিনি ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ডিপোজিট ইনস্যুরেন্স ডিপার্টমেন্ট, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, পূর্বতন বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগসহ বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম ও রাজশাহী কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।
নূরুন নাহার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক (প্রধান নির্বাহী) এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পরিচালিত সাপোর্টিং পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্টের প্রকল্প পরিচালক ছিলেন।
তিনি ডেপুটি গভর্নর হিসেবে যোগ দেওয়ার আগপর্যন্ত সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নূরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে স্নাতক এবং পরবর্তীকালে এমবিএ ডিগ্রি অর্জন করেন।