রিজার্ভ থেকে ডলার বিক্রি করলে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘বৈশ্বিক আর্থিক সংকটে আমাদের সমস্যা হয়নি, আমরা ভাগ্যবান। চার-পাঁচটি পরিবার ব্যাংক থেকে দুই লাখ কোটি টাকা নিয়ে গেছে। এতে অর্থনীতিতে মন্দা নেমে আসতে পারত, সেটা হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি করলে ছয় মাস পর শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হয়ে যাবে। এটা কোনো সমাধান হতে পারে না। এ জন্য আমাদের কিছুদিন কষ্ট করতে হবে।
প্রথম আলো আয়োজিত ‘ব্যাংক খাতকে কোথায় দেখতে চাই’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে গভর্নর এই মন্তব্য করেন। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আজ মঙ্গলবার এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
৬-৯ সুদহার পদ্ধতি কি বিনিয়োগ বাড়াতে পেরেছিল, এমন প্রশ্ন রেখে গভর্নর বলেন, সব লেনদেন বাজারভিত্তিক করা হচ্ছে। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা না ফিরলে বিনিয়োগ হবে না। এ জন্য ছয় মাস সময় দিতে হবে। রপ্তানি উন্নয়ন তহবিলের আকার কমানো হবে না। আরও এক বিলিয়ন (১০০ কোটি) ডলার যুক্ত হবে।
গভর্নর আহসান এইচ মনসুর বলেন, অর্থনীতি খারাপ হয়ে পড়লে সরকারের পতন ঘটে। বাংলাদেশেও তা-ই হয়েছে। অর্থনৈতিক নিষ্পেষণ, দুর্নীতি ও ভোটাধিকার হরণের কারণে সরকারের পতন হয়েছে। আগেও আন্দোলন হয়েছিল, কিন্তু সরকারের পতন হয়নি। বিস্ফোরণোন্মুখ অর্থনীতি পুনরুদ্ধারে আমরা চেষ্টা করে যাচ্ছি। টাকা ও ডলারের বাজার স্থিতিশীল হলে মূল্যস্ফীতি কমতে বাধ্য। এতে সবাই স্বস্তিতে থাকবেন। এটা টেকসই করতে হবে। টাকা ছাপানো সহজ কাজ। এটাকে না বলতে হবে।