২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ঢাকার অনেক এলাকায় ব্যাংক খোলেনি, কার্যক্রম বন্ধ বিভিন্ন শাখায়

ব্যাংকপ্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ও সহিসংতার কারণে রাজধানী ঢাকার অনেক এলাকায় ব্যাংকের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অন্যদিকে অস্থিরতার মধ্যে অনেক ব্যাংক নিরাপত্তার কারণে তাদের কিছু শাখা খোলেনি। আজ রাজধানীর বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, সকাল থেকে রাজধানীর মিরপুর, গুলশান, শাহবাগ, যাত্রাবাড়ী ও উত্তরা এলাকার কিছু ব্যাংক শাখা খুললেও সহিংসতা শুরু হওয়ার পর সেগুলোয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আবার গতকাল অনেক ব্যাংক সিদ্ধান্ত নেয় কিছু শাখা বন্ধ রাখার। ফলে এসব শাখা আজ আর খোলেনি। পাশাপাশি অনেক ব্যাংকে প্রধান কার্যালয়ের কিছু বিভাগের কর্মীদের বাসায় থেকে অফিস (হোম অফিস) করার সুযোগ দিয়েছে।

প্রথম প্রজন্মের একটি ব্যাংকের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘যেখানে সমস্যা, সেখানে শাখা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সময় ভালো না। টাকা লুট হয়ে যেতে পারে। এখন পুলিশ ডাকলেও পাওয়া যাবে না।’

প্রথম প্রজন্মের অন্য একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রথম আলোকে বলেন, ‘এক-তৃতীয়াংশ শাখা আজ বন্ধ রাখা হয়েছে। অনেক কর্মীকে বাসা থেকে অফিস করতে বলা হয়েছে। আগে দেশের পরিস্থিতি ভোলা হোক, এরপর শাখা খোলার সিদ্ধান্ত হবে।’

এদিকে ব্যাংক শাখাগুলোয় আজ গ্রাহকদের তেমন উপস্থিতি দেখা যায়নি। সড়কেও যানচলাচল খুবই কম। তবে চালু আছে এটিএম বুথ, ইন্টারনেট ব্যাংকিংসহ ডিজিটাল সেবাগুলো।