ইসলামী ব্যাংক রক্ষা ও ব্যাংকটির পাচারকৃত অর্থ ফেরত পাওয়ার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় দুজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে আয়োজকদের দাবি, শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার শিকার হয়েছেন তাঁরা।
গতকাল রোববার বেলা তিনটার দিকে জাতীয় প্রেসক্লাবের উল্টো দিকের ফুটপাতে বিএমএ ভবনের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। মানববন্ধনের আয়োজন করে ‘ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার এবং গ্রাহক অধিকার সংরক্ষণ পরিষদ’ নামের একটি সংগঠন। সংগঠনটির ফেসবুক পেজে দাবি করা হয়, শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের যৌথ হামলার শিকার হয়েছেন তাঁরা।
হামলার বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘প্রেসক্লাবের সামনে হামলার কথা উল্লেখ করে দুজন সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ঘটনাটি যে সময় ঘটেছে, তখন প্রেসক্লাবের সামনে থাকা ইংরেজি পত্রিকায় কর্মরত এক সাংবাদিক প্রথম আলোকে জানান, একদল লোক ব্যানার নিয়ে একটা মানববন্ধনের আয়োজন করার চেষ্টা করেছিল। তাদের পরিচয় স্পষ্ট হওয়ার আগেই সেখানে গোলমাল শুরু হয়। এতে কয়েকজন আহত হয়।
গণমাধ্যমে কর্মরত আরও কয়েকজন কর্মী জানিয়েছেন, ঘটনাস্থলে ইত্তেফাক ও মানবজমিন–এর মাল্টিমিডিয়া প্রতিবেদক হাসিব প্রান্থ ও আব্দুল্লা আল মারুফ হামলার শিকার হয়েছেন।