আর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক নিয়োগে শর্ত শিথিল

বাংলাদেশ ব্যাংকছবি: সংগৃহীত

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্ত কিছুটা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী (সিইও) এবং স্বনামধন্য করপোরেট প্রতিষ্ঠানের সিইওরা স্বতন্ত্র পরিচালক হতে পারবেন। গত বৃহস্পতিবার এ–সংক্রান্ত নতুন এক আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নতুন আদেশে আর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক নিয়োগ–সংক্রান্ত আগের আদেশের দুটি শর্তে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। চলতি বছরের ১৩ মার্চ আর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক নিয়োগ, তাদের দায়িত্ব, কর্তব্য ও সম্মানী–বিষয়ক আদেশ জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। সেই আদেশের একটি ধারায় বলা হয়েছিল, আর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থনীতি, ব্যাংকিং, ফিন্যান্স, ব্যবসায় প্রশাসন, আইন ও হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর হতে হবে। নতুন আদেশে এ শর্তে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

নতুন আদেশে বলা হয়েছে, উল্লেখিত বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরের শর্তটি কিছু অভিজ্ঞ ব্যক্তির ক্ষেত্রে শিথিল থাকবে। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা করপোরেট প্রতিষ্ঠানের এমডি বা সিইওকে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে উল্লেখিত বিষয়ে স্নাত্তকোত্তরের শর্তটি প্রযোজ্য হবে না। এসব ব্যক্তি যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হলে তাঁদের স্বতন্ত্র পরিচালক করা যাবে। একইভাবে সনদধারী হিসাববিদ বা চার্টার্ড অ্যাকাউনট্যান্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টদের স্বতন্ত্র পরিচালকের নিয়োগের ক্ষেত্রেও নির্দিষ্ট বিষয়ে পড়ালেখার শর্তটি প্রযোজ্য হবে না।

এ ছাড়া আরেকটি শর্তও শিথিল করা হয়েছে। নতুন আদেশে এ বিষয়ে বলা হয়েছে, সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ বা ব্যবসায় প্রশাসন, আইন ও তথ্যপ্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক, আইন পেশায় নিয়োজিত ব্যক্তি, অভিজ্ঞ ব্যাংকার, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিল্প ও আইন মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের আর্থিক প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা যাবে। এসব ব্যক্তির ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাতিষ্ঠানিক ও পেশাগত শিক্ষা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

এর আগে গত মার্চে যে আদেশ জারি করা হয়েছিল, তার বাকি সব শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের আগের শর্ত মেনে কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠান স্বতন্ত্র পরিচালক নিয়োগের ক্ষেত্রে সমস্যায় পড়ছিল। বিশেষ করে সুনির্দিষ্ট কিছু বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরের শর্ত আরোপিত থাকায়। এ কারণে অভিজ্ঞ অনেক সাবেক ব্যাংকার ও করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের নিয়োগ দেওয়া যাচ্ছিল না। ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এই শর্ত শিথিলের কথা বলা হয়। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই শর্ত শিথিলের উদ্যোগ নেয়।