যেসব সুবিধার জন্য গ্রাহকের আস্থায় এমটিবির ক্রেডিট কার্ড
প্রধানত দুটি উল্লেখযোগ্য সুবিধার জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বর্তমানে এমটিবির গ্রাহকেরা দেশের মধ্যে ছয়টি বিমানবন্দরে ‘এমটিবি এয়ার লাউঞ্জে’ প্রবেশাধিকার সুবিধা পাচ্ছেন। ঢাকায় দুটি এবং চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুরে একটি করে মোট ছয়টি এয়ার লাউঞ্জ নিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ লাউঞ্জ নেটওয়ার্ক শুধু এমটিবিতেই আছে।
একমাত্র এমটিবিই তাদের গ্রাহকদের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ‘পিক অ্যান্ড ড্রপ সার্ভিস’ প্রদান করে থাকে। এ ছাড়া ‘লাউঞ্জ কি’ সুবিধার মাধ্যমে এমটিবির গ্রাহকেরা বিশ্বের ১ হাজার ১০০টির বেশি এয়ারপোর্ট লাউঞ্জে কোনো চার্জ ছাড়াই প্রবেশাধিকার সুবিধা পাচ্ছেন। এভাবেই ভ্রমণকালে বিমানবন্দরে এমটিবি তার গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও সুবিধাগুলোর বিষয়টি নিশ্চিত করেছে।
এমটিবি পিসিআই ডিএসএস স্বীকৃত একটি ব্যাংক। তাই একজন এমটিবি-গ্রাহক নির্ভাবনায় কার্ডে লেনদেন করতে পারেন। চিপ-পিন কার্ডটিতে ইএমভি প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। ফলে এমটিবির গ্রাহকেরা কার্ডের নিরাপত্তা সুরক্ষার ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন। এমটিবির স্মার্ট ব্যাংকিং অ্যাপে গ্রাহকেরা ফাস্ট ফান্ডের মাধ্যমে কার্ড থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারছেন। এ ছাড়া গ্রাহকেরা ক্যাশ বাই কোডের মাধ্যমে কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা উত্তোলনের সুবিধা, কিউআর পেমেন্টের সুবিধাসহ আরও অনেক সুবিধা উপভোগ করতে পারছেন। শুধু তা-ই নয়, ভার্চ্যুয়াল কার্ডের মাধ্যমেও স্বাচ্ছন্দ্যে যেকোনো লেনদেন করতে পারছেন এমটিবির গ্রাহকেরা।
দেশের ৫০০টির বেশি মার্চেন্টে এমটিবির ক্রেডিট কার্ড গ্রাহকেরা শূন্য শতাংশসহ ডিসকাউন্ট সুবিধা পাচ্ছেন। পাশাপাশি গ্রাহকেরা পাঁচ তারকা হোটেলে উপভোগ করতে পারেন ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধাও। এ ছাড়া আকর্ষণীয় ‘লয়ালিটি প্রোগ্রামে’র মাধ্যমে গ্রাহকেরা তাঁদের লেনদেনের বিপরীতে রিওয়ার্ড পয়েন্ট অর্জন করার সুযোগ পান। এই পয়েন্ট পরবর্তীকালে গিফট ভাউচার বা গিফট কার্ডের মাধ্যমে নগদায়ন করা সম্ভব। তাই যাঁরা জীবনযাত্রার মানকে আরও এক ধাপ এগিয়ে নিতে চান, তাঁরা নির্ভাবনায় নিতে পারেন এমটিবি ক্রেডিট কার্ড।