আইসিবি ইসলামিক ব্যাংকের এমডি পদে কেন্দ্রীয় ব্যাংকের একজন ইডিকে নিযুক্ত

আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে সাময়িকভাবে দায়িত্বপালনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) মো. মজিবুর রহমানকে নিযুক্ত করা হয়েছে।

বাংলাদশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেয়। এতে বলা হয়, আইসিবি ইসলামিক ব্যাংকের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ ও আমানতকারীদের আস্থা অক্ষুণ্ন রাখতে ব্যাংকের এমডি ও সিইওর দায়িত্ব সাময়িকভাবে পালনের জন্য ইডি মো. মজিবুর রহমানকে নিযুক্ত করা হলো। এ জন্য গতকালই তাঁকে বাংলাদেশ ব্যাংক থেকে বিমুক্ত করা হয়।

জানা যায়, আইসিবি ইসলামিক ব্যাংকের সদ্য বিদায়ী এমডি ও সিইও মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহকে বাংলাদেশ ব্যাংক পুনর্নিয়োগ না দিলেও অফিস করছিলেন তিনি। গতকাল সকালে কারওয়ান বাজারের টিকে ভবনে ব্যাংকের প্রধান কার্যালয়ে মোহাম্মদ শফিক বিন আবদুল্লাহকে অবরুদ্ধ করে বহিষ্কৃত ঘোষণা করেন ব্যাংকের বেশ কিছু কর্মকর্তা। তারপরই বাংলাদেশ ব্যাংক মজিবুর রহমানকে নিযুক্ত করে।

আইসিবি ইসলামিক ব্যাংক ১৯৮৭ সালের ২০ মে আল-বারাকা ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে কার্যক্রম শুরু করে। ২০০৪ সালে মালিকানা পরিবর্তন হওয়ার পর ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড নামে কার্যক্রম চালায় ব্যাংকটি। মালিকানা হস্তান্তরের পরপরই ওরিয়েন্টাল ব্যাংকে শুরু হয় নজিরবিহীন লুটপাট। বাংলাদেশ ব্যাংক পরে এতে প্রশাসক বসায়। কিন্তু তারল্যসংকটের কারণে ওই সময় ব্যাংকটি থেকে টাকা তুলতে পারছিলেন না আমানতকারীরা।

সরকার এরপর আমানতকারীদের অর্থ ফেরত দিতে ২০০৭ সালে একটি স্কিম চালু করে। পরবর্তী সময়ে ব্যাংকটির বেশির ভাগ শেয়ার বিক্রির জন্য নিলাম ডাকা হলে তা কিনে নেয় সুইজারল্যান্ডভিত্তিক আইসিবি ফিন্যান্সিয়াল গ্রুপ এজি। এরপর ২০০৮ সালে ওরিয়েন্টাল ব্যাংকের সব সম্পত্তি ও দায় নিয়ে নতুন নামে যাত্রা শুরু করে আইসিবি ইসলামিক ব্যাংক।