দেশে ক্রেডিট কার্ডে এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন বিদেশিদের

গত প্রায় এক বছরের মধ্যে বিদেশিরা বাংলাদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছেন গত ফেব্রুয়ারিতে। বাংলাদেশে ঘুরতে আসা বা কর্মসূত্রে বসবাসকারী বিদেশিরা ফেব্রুয়ারি মাসে ক্রেডিট কার্ডে ২৪০ কোটি টাকা খরচ করেছেন। এর আগে এ দেশে বিদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছিলেন গত বছরের মার্চে। ওই মাসে বিদেশিরা বাংলাদেশে প্রায় ২৩৭ কোটি টাকার লেনদেন করেছিলেন ক্রেডিট কার্ডে।

ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেনসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য প্রকাশ করেছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক গত ফেব্রুয়ারি মাসভিত্তিক ক্রেডিট কার্ডের ব্যবহার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ ক্রেডিট কার্ড ইস্যুকারী ৪৩টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে দেশের অভ্যন্তরে ও বিদেশে বাংলাদেশি নাগরিক এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে বিদেশিদের লেনদেন এক মাসের ব্যবধানে প্রায় ৩২ শতাংশ বা ৫৮ কোটি টাকা বেড়েছে। জানুয়ারিতে বিদেশিরা এ দেশে ক্রেডিট কার্ডে ১৮২ কোটি টাকার লেনদেন করেছিলেন। ফেব্রুয়ারিতে তা বেড়ে হয়েছে ২৪০ কোটি টাকা। এর মধ্যে ৫৯ কোটি টাকা নগদে উত্তোলন করেছেন তাঁরা। বাকি টাকা বিভিন্ন ধরনের পণ্য ও সেবা কেনার ক্ষেত্রে ব্যবহার করেছেন। বিদেশিদের মধ্যে বাংলাদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি লেনদেন করেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। ফেব্রুয়ারি মাসে ২৪০ কোটি টাকার লেনদেনের মধ্যে ৬৪ কোটি টাকা বা প্রায় ২৭ শতাংশই খরচ করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। খরচের দিক থেকে এর পরের অবস্থানে আছেন যুক্তরাজ্য, ভারত, জাপান ও কানাডার নাগরিকেরা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিদেশিরা এ দেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটায়। ফেব্রুয়ারিতে বিদেশিরা ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটায় খরচ করেছেন প্রায় ৯১ কোটি টাকা। এরপর ক্রেডিট কার্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার হয়েছে নগদ অর্থ উত্তোলনে।

এদিকে ক্রেডিট কার্ডে বাংলাদেশে বিদেশিদের লেনদেন বাড়লেও বাংলাদেশিরা বিদেশে গিয়ে জানুয়ারির তুলনায় কম খরচ করেছেন ফেব্রুয়ারিতে। বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৪৯৯ কোটি টাকা, যা আগের মাসের তুলনায় ৩৩ কোটি টাকা বা প্রায় সোয়া ৬ শতাংশ কম। ক্রেডিট কার্ডে দেশের বাইরে বাংলাদেশিদের লেনদেনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে বরাবরই ভারত। ফেব্রুয়ারিতে ভারতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ১০৮ কোটি টাকার বেশি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ অর্থ খরচ করেছেন থাইল্যান্ডে, ৬১ কোটি টাকা। আর যুক্তরাষ্ট্রে খরচ করেছেন ৬০ কোটি টাকার বেশি।

ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভারতে সব সময়ই বাংলাদেশের ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি হয়। কারণ, এ দেশের বিপুলসংখ্যক মানুষ প্রতি মাসে দেশটিতে চিকিৎসার জন্য যান। পাশাপাশি বেড়ানোর জন্যও অনেকে দেশটিতে ভ্রমণ করেন নিয়মিতভাবে। এ কারণে ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ফেব্রুয়ারিতে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ড ব্যবহার করে এ দেশের নাগরিকেরা ২ হাজার ৫৫৮ কোটি টাকার লেনদেন করেছেন। যার বড় অংশই খরচ করা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে, টাকার অঙ্কে যার পরিমাণ ১ হাজার ২৬৯ কোটি টাকা। ফেব্রুয়ারিতে দেশের অভ্যন্তরে এ দেশের নাগরিকেরা জানুয়ারির তুলনায় ১২০ কোটি টাকা কম খরচ করেছেন।