ব্যাংক খাতের ব্যর্থতা নিয়ে আত্মবিশ্লেষণ দরকার: আহসান মনসুর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ‘ব্যাংকিং খাতে আমরা অনেক দূর এগিয়েছি সন্দেহ নেই। তবে ব্যাংকিং তথা আর্থিক খাতের যত দূর এগোনো সম্ভব ছিল, আমরা তা পারিনি। বিভিন্ন অর্জন সত্ত্বেও আমাদের অনেক ব্যর্থতা আছে।’

গভর্নর আরও বলেন, ‘এ ব্যর্থতার দায় কোনো একক গোষ্ঠী বা একক শক্তির নয়। হয়তো সবাই নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারতাম; হয়তো ব্যত্যয় হয়েছে, হয়তো হয়নি। কিন্তু এই ব্যর্থতার আত্মবিশ্লেষণ করতে হবে।’

আজ রোববার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আহসান এইচ মনসুর।

বিআইবিএমের মহাপরিচালক মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন। সঞ্চালনা করেন বিআইবিএমের অধ্যাপক শাহ মো. আহসান হাবীব।

অনুষ্ঠানে গভর্নর বলেন, কোনো প্রতিষ্ঠান এককভাবে দাঁড়ায় না; অন্যের সহযোগিতা নিয়েই দাঁড়ায়। দেশের আর্থিক খাতও ঠিক তেমনই। আর্থিক খাত ছোট খাত নয়; এর সঙ্গে ব্যাংকিংসহ আরও অনেক খাত জড়িত। আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে না পারলে এই খাত খাদের কিনারায় চলে যাবে। ব্যাংকিং খাত বিকাশের জন্য বিআইবিএমের মতো প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিকল্প নেই।

তবে টেকসই ও পরিবেশ অর্থায়নের মতো নতুন চ্যালেঞ্জিং বিষয়ে ব্যাংকিং খাতের আরও বেশি অবদান রাখার সুযোগ আছে বলে জানান গভর্নর। আহসান এইচ মনসুর বলেন, বিভিন্ন খাতে টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা থাকে ঠিকই, কিন্তু কীভাবে এই অর্থ ব্যয় হবে, তা ব্যাংকের অনেক কর্মকর্তা জানেন না। সুতরাং এসব বিষয়ে ব্যাংক কর্মকর্তাদের ধারণা বাড়াতে কাজ করতে পারে বিআইবিএম। এ ছাড়া গ্রিন বন্ডের মতো নতুন নতুন উদ্ভাবনী চিন্তাও নিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে এবিবির ভাইস চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যাংকিং খাতেও আমাদের এগিয়ে যেতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ব্লক চেইনসহ বিভিন্ন বিষয়ে ধারণা বাড়াতে হবে।’

মাসরুর আরেফিন আরও বলেন, দেশের ডিজিটাল ব্যাংকিং সেবা একপর্যায়ে চলে এসেছে। প্রতিটি ব্যাংক এখন গ্রাহকদের ডিজিটাল সহায়তা দিচ্ছে। তবে ব্যাংকগুলো হয়তো ডিজিটাল ঋণ কম দিচ্ছে বা দিতে চাইছে না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নজর দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।