সোনালী ব্যাংকের ২২০০ কর্মকর্তাকে পদোন্নতি

রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। ব্যাংকটি সহকারী মহাব্যবস্থাপক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, প্রিন্সিপাল অফিসার, সিনিয়র অফিসার ও অফিসার পদে পদোন্নতি দিয়েছে।

জানা যায়, সোনালী ব্যাংকে সব মিলিয়ে প্রায় ১৮ হাজার কর্মকর্তা রয়েছেন। কিছুদিন আগে মহাব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়। তবে নিচের দিকে পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে ছিল। এ জন্য সরকার পরিবর্তনের পর নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা পদোন্নতির পাশাপাশি কিছু নিয়মিত পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় সোমবার এসব পদে পদোন্নতি দেওয়া হয়। ফলে ব্যাংকটির প্রায় ১২ শতাংশ কর্মকর্তা একসঙ্গে পদোন্নতি পান।

জানতে চাইলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন পদোন্নতিতে একটি জটলা ছিল। এ জন্য নিয়মের মধ্যে এই পদোন্নতি দেওয়া হয়েছে। এটি ব্যাংকের জন্য ভালো হবে। এতে ব্যাংকের কর্মকর্তারা কাজের প্রতি আরও উৎসাহী হবেন। ব্যাংকে কর্মকর্তাদের মধ্যে কর্মচাঞ্চল্য বাড়বে।