নিউইয়র্কে দুই দিনের প্রবাসী আয় মেলা শুরু ১৯ এপ্রিল
বৈধ পথে প্রবাসী আয়, উন্নত বাংলাদেশ স্লোগানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ১৯ এপ্রিল শুরু হচ্ছে দুই দিনব্যাপী রেমিট্যান্স ফেয়ার বা প্রবাসী আয় মেলা। এই মেলা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উদ্বোধন করার কথা রয়েছে বলে জানিয়েছেন মেলার আয়োজকেরা।
বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের সানাই রেস্তোরাঁ ও পার্টি হলে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলাটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনেস লিংক। আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এবারের মেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স চ্যানেল পার্টনার, অফশোর ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ নেবে। মেলায় প্রবাসী বাংলাদেশিরা তাৎক্ষণিকভাবে ব্যাংক হিসাব খোলার সুযোগ পাবেন। দুই দিনব্যাপী এই আয়োজনে একাধিক বিষয়ে সেমিনারও থাকবে। এ ছাড়া নেটওয়ার্কিং সেশনে অংশ নেবেন নিউইয়র্ক ফিন্যান্সিয়াল সার্ভিস ডিপার্টমেন্ট এবং শীর্ষ স্থানীয় মানি এক্সচেঞ্জের প্রতিনিধিরা। মেলা উপলক্ষে একটি বিশেষ প্রকাশনাও প্রকাশ করা হবে বলে আয়োজকেরা জানান।
ব্যাংকের মাধ্যমে বৈধ পথে প্রবাসী আয় প্রেরণ ও প্রবাসী আয়ের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে উৎসাহ দিতে এবারও পুরস্কার দেওয়া হবে। তার মধ্যে থাকবে সেরা ১০ জন বাংলাদেশি-আমেরিকান প্রবাসী আয় প্রেরক, বাংলাদেশের শীর্ষ ৩ প্রবাসী আয় আহরণকারী ব্যাংক, শীর্ষ ৩ মানি এক্সচেঞ্জ কোম্পানি বা রেমিট্যান্স চ্যানেল পার্টনার।
আয়োজকেরা জানান, এবারের প্রবাসী আয় মেলায় ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, পরিচালক মনোয়ার উদ্দীন আহমেদ, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান আবদুল হাই সরকার প্রমুখ অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।
আয়োজকেরা জানান, ১৯-২০ এপ্রিল দুই দিনের এই মেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। দর্শনার্থীরা বিনা টিকিটে মেলা পরিদর্শন করতে পারবেন।