সায়মা ওয়াজেদ প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ

বিএফআইইউ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদের (পুতুল) নেতৃত্বাধীন প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের (জব্দ) নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আজ রোববার ব্যাংক হিসাব জব্দের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।

এ নির্দেশনার ফলে সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সায়মা ওয়াজেদ। তিনি ছাড়াও এ ফাউন্ডেশনের ট্রাস্টিদের মধ্যে রয়েছেন ডা. মাজহারুল মান্নান, মো. শামসুজ্জামান, জাইন বারি রিজভী, নাজমুল হাসান প্রমুখ। তাঁদের নামও বিএফআইইউর চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন–২০১২–এর ২৩(১)(গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাবের লেনদেন ৩০ দিনের জন্যে স্থগিত করার নির্দেশনা দেওয়া হলো। একই সঙ্গে এ প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাবের হিসাব–সংক্রান্ত সব তথ্য, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী প্রভৃতি আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাতে বলেছে বিএফআইইউ।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ (জয়) ও মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের (ববি) ব্যাংক হিসাব জব্দের (স্থগিত) নির্দেশ দিয়েছিল বিএফআইইউ।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই সঙ্গে অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার সায়মা ওয়াজেদের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশনা এল। যুক্তরাষ্ট্রে মনোবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্য বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া সায়মা ওয়াজেদ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে বাংলাদেশে অটিস্টিক শিশুদের নিয়ে সচেতনতামূলক কাজ শুরু করেন।