ডলারের দাম পুরোপুরি বাজারভিত্তিক করা উচিত
একদিন পরেই শেষ হচ্ছে ২০২৪। অর্থনীতিতে নানা ধরনের সংকট নিয়েই শুরু হয়েছিল বছরটি, আশাবাদও ছিল। কিন্তু সংকট আর চাপ থেকে আর বের হতে পারেনি অর্থনীতি। বছরের মাঝামাঝি ছাত্র–জনতার প্রবল আন্দোলনে পতন ঘটে দেড় দশক ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের কাঁধে এখন দায়িত্ব অর্থনীতির ক্ষত সারানোর, নতুন করে শুরু করার। ২০২৪ সালকে ব্যবসায়ীরা কীভাবে দেখছেন আর নতুন বছরে তাদের প্রত্যাশা কী, তা নিয়েই আমাদের আয়োজন।
চলতি বছর দেশের আর্থিক খাতে বড় পরিবর্তন এসেছে। ফলে ব্যাংকের প্রতি জনগণের আস্থা ধীরে ধীরে ফিরছে। বছরের শুরুতে ব্যাংকের ঋণের মান যেমনটা দেখানো হয়েছিল, বাস্তবতা তেমন ছিল না। তবে বছরের শেষের দিকে এসে বাস্তবতা প্রকাশিত হয়েছে। এটা সবচেয়ে ভালো দিক। আসলে ব্যাংক খাতের প্রকৃত চিত্রটা জানা জরুরি ছিল। দীর্ঘদিন ধরে আর্থিক খাতে কৃত্রিম যে অবস্থা চলছিল, সেভাবে চললে আরও খারাপ দিকে যেত।
আর্থিক খাতে সরকারের অনেক সংস্কার উদ্যোগ রয়েছে, যা আগামী বছরেও অব্যাহত থাকবে। করপোরেট সুশাসন থাকলে ধীরে ধীরে আর্থিক খাতের ওপর গ্রাহকের আস্থা বাড়বে। ভবিষ্যতে তারল্যের সমস্যা হয়তো খুব একটা থাকবে না। তবে যেহেতু আরও অনেক ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবে, তাই সম্পদের মান খারাপ হবে। নিরাপত্তা সঞ্চিতি ও মূলধনের ঘাটতিতে পড়বে কিছু ব্যাংক। পাশাপাশি আন্তর্জাতিকভাবেও আমরা কিছুটা সুনাম হারাতে পারি।
ব্যাংক খাতের যেসব প্রতিষ্ঠানের খারাপ অবস্থা তৈরি হয়েছে, সেগুলো পুনরুদ্ধারের একটা চেষ্টা থাকবে আগামী বছর। এই কাজ চলমান থাকলে আমরা ভাবমূর্তি আবার ফিরে পাব বলে আশা করছি। তবে খুব শিগগির সবকিছু ঠিক হয়ে যাবে, এমন না। এ জন্য একটু সময় লাগবে। যদি গ্রাহকের আস্থা বাড়ে, সংস্কারকাজ এগোতে থাকে ও করপোরেট সুশাসন নিশ্চিত করা যায়, তাহলে খারাপ পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হবে।
ডলার-সংকটের বিষয়টি ব্যাংকভেদে ভিন্ন হতে পারে। যেসব ব্যাংকের মাধ্যমে রপ্তানি আয় কম হচ্ছে, তারা ডলারের জন্য প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ওপর নির্ভর করছে। এই একক নির্ভরতার কারণে আবার ডলারের দাম বেড়ে যাচ্ছে। তবে ডলারের দাম পুরোপুরি বাজারভিত্তিক করে দেওয়া উচিত। অর্থাৎ দাম নির্ভর করবে ডলারের চাহিদা-সরবরাহের ওপরে। এ ছাড়া ব্যাংকের ডিজিটাল পরিষেবাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
মোহাম্মদ আলী
ব্যবস্থাপনা পরিচালক (এমডি), পূবালী ব্যাংক