আর্জেন্টিনা-ফ্রান্স নাকি অ্যাডিডাস-নাইকির ফাইনাল
আজ রাতে অনুষ্ঠিত হবে বহু আকাঙ্ক্ষিত বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের ফাইনাল খেলা। তবে রোববারের ফাইনাল শুধু আর্জেন্টিনা বনাম ফ্রান্স কিংবা মেসি ও এমবাপ্পের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই দুই দলের পাশাপাশি মর্যাদার লড়াইয়ে নামবে বিশ্বের শীর্ষ দুই ক্রীড়া সামগ্রী বা স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাস ও নাইকি।
স্পেনের ক্রীড়া সংবাদপত্র মুন্দো দেপোর্তিভো ও ফরাসি দৈনিক লেকিপ জানাচ্ছে, জনপ্রিয় ফুটবল দলগুলোকে বিশ্বের নামীদামি স্পোর্টস ব্র্যান্ডগুলো স্পনসর করে। ফলে খেলোয়াড়েরা নির্দিষ্ট ব্র্যান্ডের লোগো–সংবলিত জার্সি ও খেলার উপকরণসামগ্রী ব্যবহার করেন।
এবারের বিশ্বকাপের ফাইনালের দল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার স্পনসর হলো অ্যাডিডাস। আর ইউরোপের দেশ ফ্রান্স ব্যবহার করে নাইকির লোগো। ফলে আর্জেন্টিনা-ফ্রান্সের পাশাপাশি ফাইনালের মাঠে লড়াই হবে বিশ্বের শীর্ষ দুই স্পোর্টস ব্র্যান্ডের মাঝেও।
২০১৮ সালের বিশ্বকাপে ফাইনাল খেলেছিল ফ্রান্স ও ক্রোয়েশিয়া। এই দুই দলেরই স্পনসর ছিল যুক্তরাষ্ট্র তথা আমেরিকার ব্র্যান্ড নাইকি। একই ঘটনা ঘটে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের সময়ও। তবে তা অ্যাডিডাসের ক্ষেত্রে। সেবার ফাইনাল খেলা দুই দল জার্মানি ও আর্জেন্টিনা উভয়ই অ্যাডিডাসের উপকরণ ব্যবহার করত।
তবে শীর্ষ এই দুই ব্র্যান্ডের মুখোমুখি লড়াই হয় ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের সময়। সেবার ফাইনাল খেলা দল নেদারল্যান্ডস নাইকির পোশাক পরত আর স্পেনের স্পনসর ছিল অ্যাডিডাস। ফলে প্রায় ১২ বছর পর বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে আবারও মুখোমুখি হতে চলেছে অ্যাডিডাস ও নাইকি।
এই হিসাবে এটাও বলা যায়, শেষ তিনটি বিশ্বকাপ ফুটবলের মধ্যে দুটি গেছে অ্যাডিডাসের স্পনসর করা দলের ঘরে। আর একটি গেছে নাইকির স্পনসর করা দলের ঘরে। ফলে এই বিশ্বকাপে দুই ব্র্যান্ডের মধ্যে কে এগিয়ে যাবে, সেটাই দেখার বিষয়।
শীর্ষ এই দুই ব্র্যান্ডের বাইরে অন্য কোনো ব্র্যান্ডের ‘বিশ্বকাপ জয়’ দেখতে হলে আমাদের ফিরে যেতে হবে ২০০৬ সালের বিশ্বকাপে। সেবার ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে ইতালি। আর ইতালির স্পনসর ছিল পুমা ব্যান্ড।
কাতারে এবার ৩২ দলের অংশগ্রহণে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১৩টি দল নাইকির, ৭টি অ্যাডিডাসের ও ৬টি পুমা ব্র্যান্ডের স্পনসর করা দল রয়েছে।
তবে মজার বিষয় হলো, চলতি বিশ্বকাপের সব ম্যাচ রেফারি খেলার মাঠে অ্যাডিডাসের পোশাক ও উপকরণ পরছেন। এ ছাড়া সব বলও অ্যাডিডাসেরই তৈরি। এমনকি এবারের কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য নির্ধারিত বল, যার নাম আল-হিলম, সেটিও অ্যাডিডাসের তৈরি।
সুতরাং অ্যাডিডাসের স্পনসর করা আর্জেন্টিনা ফাইনালে না জিতলেও অ্যাডিডাসের নাম আলোচনায় থাকছেই। আর আর্জেন্টিনা জিতলে তো অ্যাডিডাসের হিসাব হবে অনেকটা ষোলোকলা পূর্ণের মতো।