লংকাবাংলা ফাইন্যান্সের পিসিআই ডিএসএস চতুর্থ সংস্করণের সনদ লাভ

দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সম্প্রতি ভিসা, মাস্টারকার্ড ও অন্যান্য প্রধান কার্ড ব্র্যান্ডের অনুমোদিত পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ডের (পিসিআই ডিএসএস) চতুর্থ সংস্করণে সনদ অর্জন করেছে। এই সনদ গ্রহণের সুবাদে লংকাবাংলা ফাইন্যান্স পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি সিকিউরিটি স্ট্যান্ডার্ডস কাউন্সিলের (পিসিআই এসএসসি) নিয়ম অনুযায়ী ক্রেডিট কার্ডের কার্যকারিতা ও গোপনীয়তা নিশ্চিত করবে।

ক্রেডিট কার্ড সুরক্ষায় প্রতিশ্রুতি পালনের ফলে লংকাবাংলা ফাইন্যান্স দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছে। এ প্রসঙ্গে লংকাবাংলা ফাইন্যান্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম কামরুজ্জামান বলেন, ‘আমি গর্বিত যে আমরা পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ডের (পিসিআই ডিএসএস) চতুর্থ সংস্করণের সনদ অর্জন করেছি। এই গুরুত্বপূর্ণ অর্জনটি আমাদের গ্রাহকদের কার্ডের যাবতীয় তথ্য সুরক্ষার প্রতিশ্রুতির নিদর্শন, যা আমাদের গ্রাহকদের প্রতি সার্বিক আন্তরিকতা প্রমাণ করে।’ বিজ্ঞপ্তি