বছরের প্রথম দুই মাসে এডিপি বাস্তবায়ন ৩.৮৪%
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৩ দশমিক ৮৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে কিছুটা কম। গত অর্থবছরে একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৩ দশমিক ৮৫ শতাংশ। গত জুলাই-আগস্ট মাসে অর্থ খরচ হয়েছে ১০ হাজার ৫৪২ কোটি টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জুলাই-আগস্ট মাসের এডিপি বাস্তবায়নের হালনাগাদ চিত্রে এই তথ্য পাওয়া গেছে।
আইএমইডি সূত্রে জানা গেছে, জুলাই ও আগস্ট মাসে খরচ হওয়া টাকার মধ্যে অভ্যন্তরীণ উৎসের ৬ হাজার ৮৫৪ কোটি টাকা, বিদেশি ঋণের ৩ হাজার ৩৬৭ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিলের ৩২১ কোটি টাকা আছে।
চলতি অর্থবছরের এডিপির আকার ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা। আর প্রকল্প সংখ্যা ১ হাজার ৩৯২।
বিদায়ী অর্থবছরে এডিপির ৯৩ শতাংশ বাস্তবায়ন হয়েছিল। প্রতি অর্থবছরে শুরুর দিকে কয়েক মাস এডিপি বাস্তবায়নের গতি সাধারণত মন্থর থাকে।