বিকাশে সঞ্চয় করা যাবে ঢাকা ব্যাংক ও এমটিবিতে

বিকাশ

এখন থেকে মুঠোফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের অ্যাপের মাধ্যমে ঢাকা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ডিজিটাল সঞ্চয়সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকেরা। দেশের যেকোনো স্থান থেকে যেকোনো সময় এ সেবা নেওয়া যাবে।

বিকাশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘরে বসে কাগজপত্র বা ফরম পূরণের ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটে ব্যাংক দুটির বিভিন্ন মেয়াদের ও অঙ্কের সঞ্চয়সেবা নিতে পারবেন গ্রাহকেরা। আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা লোকজনও ছোট অঙ্কের এই মাসিক সঞ্চয়ী সেবার অ্যাকাউন্ট বা হিসাব খুলতে পারবেন। এতে সার্বিকভাবে মানুষের মধ্যে সঞ্চয়ের প্রবণতা আরও বাড়বে বলে আশা করছে বিকাশ।

এই সঞ্চয়সেবা চালু করতে হলে গ্রাহকদের প্রথমে বিকাশ অ্যাপের ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়’ বা সেভিংস অপশনে ক্লিক করতে হবে। এরপর মাসিক ৫০০, ১ হাজার, ২ হাজার ও ৩ হাজার টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ চার বছর মেয়াদে সঞ্চয়সেবা পছন্দ করতে পারবেন তাঁরা।

বিকাশ অ্যাকাউন্ট থেকে সঞ্চয়ের কিস্তি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সঞ্চয়ের মেয়াদ পূরণ হলে গ্রাহকেরা মুনাফাসহ পুরো টাকা কোনো খরচ ছাড়াই বিকাশ অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন।

এমএফএসে ডিজিটাল সঞ্চয়সেবা চালু করার প্রসঙ্গে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমরানুল হক বলেন, এই উদ্যোগের ফলে আর্থিক অন্তর্ভুক্তির বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠী ব্যাংকে না এসেও প্রযুক্তির সাহায্যে নিজেদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করতে পারবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, এই সেবা আর্থিক অন্তর্ভুক্তিকে আরও কার্যকর ও অর্থবহ করে মানুষের সামাজিক নিরাপত্তায় সহযোগিতা করবে। এতে সঞ্চয় করাটা আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হয়েছে।

বিকাশের সিইও কামাল কাদীর বলেন, সীমিত সেবার মধ্যে থাকা সব গ্রাহককে ডিজিটাল সঞ্চয়ের সুযোগ করে দিয়েছে এই সেবা। এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে।

বিকাশ ও আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো এমএফএসের মাধ্যমে ডিজিটাল সঞ্চয়সেবা চালু করে। এই সাফল্যের ধারাবাহিকতায় এবারে নতুন দুটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বিকাশ।